করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ স্থগিত করা হয়েছিল স্কটল্যান্ডের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট স্কটিশ প্রিমিয়ার লিগ। এবার আর স্থগিত নয় এবার একেবারে বাতিল ঘোষণা করা হলো স্কটল্যান্ডের স্কটিশ প্রিমিয়ার লিগ। সব দলের সম্মতিক্রমেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
খেলা স্থগিত হওয়ার আগে ৩০ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল সেল্টিক। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল রেঞ্জার্স। লিগ বাতিল ঘোষণা করার ফলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সেল্টিককে। এ নিয়ে টানা নবমবারের মতো শিরোপা জিতল সেল্টিক।
চ্যাম্পিয়ান ঘোষণা করতে সরাসরি পয়েন্টের ভিত্তিতে না হেঁটে একটু ভিন্ন পথে হেঁটেছে লিগ কর্তৃপক্ষ। ম্যাচপ্রতি পয়েন্টের ভিত্তিতে শিরোপা নির্ধারণ করা হয়েছে। যেখানে ম্যাচপ্রতি ২.৬৬৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল সেল্টিক। তাই তো শিরোপা নির্ধারণ করতে বেগ পোহাতে হয়নি আয়োজকদের।
সেল্টিকের চ্যাম্পিয়ন হওয়ায় লিগ থেকে অবনমন হয়েছে হার্টসের। সমান ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৩ পয়েন্ট। ম্যাচপ্রতি যা দাঁড়ায় ০.৭৬৬ পয়েন্টে।
স্কটিশ প্রিমিয়ার লিগ বাতিল ঘোষণা করা হলেও এদিকে লিগ শুরু করতে আপ্রাণ চেষ্টা করছে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি-আ লিগ লিগ কর্তৃপক্ষ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]