করোনার ধাক্কায় ফুটবল বন্ধ হয়ে যাওয়ার সময় যেখান থেকে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন রবার্ট লেভানডফস্কি। আর তাতে দুই মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে জয় তুলে নিল বায়ার্ন মিউনিখ।
রোববার (১৭ মে) বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন। দলের হয়ে একটি গোল করেছেন লেভানডফস্কি। আর অন্য গোলটি করেছেন বেঞ্জামিন পাভার্দে। এই জয়ে টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত হলো বায়ার্নের।
করোনা ধাক্কা সামলে এদিন দ্বিতীয় দিনের মতো বুন্দেসলিগার খেলা অনুষ্ঠিত হলো। এদিনও অনেক সতর্কতার সাথে ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে খেলাগুলো। টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছে জয় নিয়ে। তাতে দীর্ঘ বিরতির পর শুরুটাও হয়েছে তাদের মনের মতোই।
এদিন দলটিকে লিড নিতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। ৪০তম মিনিটে লেভানডভস্কি গোল করে এগিয়ে দেন দলকে। এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪০টি গোল করেন তিনি। আর লিগে সর্বোচ্চ ২৬টি। ৮০তম ব্যবধান দ্বিগুণ করে বায়ার্নের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন পাভার্দ। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে বায়ার্ন।
২৬ ম্যাচে ১৮ জয়, ৪টি করে ড্র ও হারে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। আর সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]