দলগত অনুশীলনে নামছে সিরি-এ’র ক্লাবগুলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৭ মে ২০২০
দলগত অনুশীলনে নামছে সিরি-এ’র ক্লাবগুলো

সোমবার (১৮ মে) থেকে দলগত অনুশীলনে নামছে ইতালিয়ান সিরি-এ লিগের শীর্ষক্লাবগুলো। দলগুলোকে দলগতভাবে অনুশীলন করার নির্দেশ দিয়েছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে।

করোনাভাইরাসের কারণে ৯ মার্চ থেকে বন্ধ রয়েছে সিরি-এ লিগ। পুনরায় মৌসুম শুরু করার নির্দিষ্ট কোন তারিখও এখন নির্ধারিত হয়নি। তবে সামাজিক বিধিনিষেধ মেনে গত সপ্তাহ থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো।

ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খবর পাওয়া যায় ইতালিতে। সেখানে মৃত্যুও হয়েছে বেশি। যে কারণে ইউরোপের প্রথম লিগ হিসেবে ইতালিতে দর্শকশূন্য মাঠে খেলা আয়োজনে বাধ্য হয় সিরি-এ লিগ কর্তৃপক্ষ। একইসাথে সেখানেই প্রথম লিগ বন্ধের সিদ্ধান্ত হয়।

কন্তে বলেছেন, ‘সিরি-এ পুনরায় শুরু করার জন্য অনেক চাপ রয়েছে। কিন্তু সব ধরনের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও জরুরী। একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগে আমাদের আরও বেশি নিশ্চিত হতে হবে।

এরআগে করোনার প্রাদুর্ভাবে গত মার্চে স্থগিত করা হয় চলতি মৌসুমের সব ধরনের ফুটবল। সরকারের দেওয়া ৫১ পৃষ্ঠার নির্দেশিকা মেনে ফুটবল লিগ চালু করে জার্মানি। দর্শকশূন্য মাঠে উপস্থিত ছিল খেলোয়াড়, কোচ, ক্লাব কর্মকর্তা, রেফারি, নিরাপত্তাকর্মী, মেডিকেল দল, ফটোগ্রাফার ও সাংবাদিকরা। দর্শকশূন্য মাঠে ম্যাচ অনুষ্ঠিত হলেও কমতি ছিল না উত্তেজনার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লন্ডনে ফিরলেন টটেনহ্যাম তারকা সন হিউং-মিন

লন্ডনে ফিরলেন টটেনহ্যাম তারকা সন হিউং-মিন

বেলজিয়াম প্রো লিগে ক্লাব ব্রুগকে চ্যাম্পিয়ন ঘোষণা

বেলজিয়াম প্রো লিগে ক্লাব ব্রুগকে চ্যাম্পিয়ন ঘোষণা

বাতিল হলো বিপিএল ফুটবল ও স্বাধীনতা কাপ

বাতিল হলো বিপিএল ফুটবল ও স্বাধীনতা কাপ

মাঠে ফিরছে রাশিয়ান ফুটবল লিগ

মাঠে ফিরছে রাশিয়ান ফুটবল লিগ