প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এপ্রিল মাসেই বেলজিয়ান প্রো লিগ আগেভাগেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত এসেছিল। তবে সে সময় এ সিদ্ধান্ত নেওয়া না হলেও এবার লিগে এগিয়ে থাকা ক্লাব ব্রুগকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলো।
ভাইরাসের কারণে মার্চে বন্ধ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা জেন্টের তুলনায় ক্লাব ব্রুগ লিগ টেবিলে ১৫ পয়েন্টে এগিয়ে ছিল। যেখানে লিগ শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি ছিল।
এদিকে এই নিয়ে ১৭টি লিগ শিরোপা দখল করলো ক্লাব ব্রুগ। গত পাঁচ মৌসুমে যা তৃতীয়। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তারা সরাসরি খেলার যোগ্যতা লাভ করলো।
ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়াম তাদের পেশাদার ফুটবল লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর মধ্যে চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়াই ডাচ ইরেদিভিসি এবং পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুম বাতিল করা হয়। তবে দীর্ঘদিন স্থগিত থাকার পর ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা।
বেলজিয়ামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৮০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫২ জন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]