বাতিল হলো বিপিএল ফুটবল ও স্বাধীনতা কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৭ মে ২০২০
বাতিল হলো বিপিএল ফুটবল ও স্বাধীনতা কাপ

২০১৯-২০ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ফুটবল) পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর ফলে চ্যাম্পিয়ন ও রেলিগেশন ছাড়াই ‘নাল অ্যান্ড ভয়েড’ পদ্ধতিতে শেষ হয়ে গেল লিগ। একই সঙ্গে চলতি মৌসুমের স্বাধীনতা কাপও বাতিল করা হয়েছে।

রোববার (১৭ মে) বাফুফের লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ক্লাবগুলো লিগ চালিয়ে নেওয়ার পক্ষে নয় বলে শেষ না করেই বাতিল ঘোষণা করা হলো বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

করোনাভাইরাসের কারণে ২৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) খেলা। বন্ধ হওয়ার আগে বেশিরভাগ ক্লাবই ৬ রাউন্ড পর্যন্ত খেলেছিল।

আব্দুস সালাম মুর্শেদী বলেন, দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, মৃত্যু হারও বাড়ছে। সার্বিক দিক বিবেচনা করে ক্লাবগুলোর সঙ্গে আমরা একাধিকবার বসেছি। পেশাদার লিগে যে ১৩টি ক্লাব অংশগ্রহণ করে তারা চিঠি দিয়ে বর্তমান অবস্থায় ২০১৯-২০ মৌসুমে খেলতে অপারগতার প্রকাশ করেছে।

লিগ বাতিল হওয়ায় চ্যাম্পিয়নের বিষয়ে জানানো হয়, যেহেতু লিগ পরিত্যক্ত বা বাতিল ঘোষণা করা হয়েছে তাই চ্যাম্পিয়ন ও রেলিগেশনও থাকছে না।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উদ্বোধনী দিনে দেশে তিনটি আলাদা ভেন্যুতে লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের সাতটি ভেন্যুতে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

চার ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল দল

চার ধাপ পেছালো বাংলাদেশ নারী ফুটবল দল

করোনাভাইরাসে স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ

করোনাভাইরাসে স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ

বুরুন্ডির কাছে লাখ ডলারের স্বপ্ন খোয়ালো বাংলাদেশ

বুরুন্ডির কাছে লাখ ডলারের স্বপ্ন খোয়ালো বাংলাদেশ