প্রাণঘাতি করোনাভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠের ফুটবলে ফিরেছে জার্মানি। এবার ফিরতে যাচ্ছে রাশিয়ান প্রিমিয়ার লিগ। সবকিছু ঠিক থাকলে ২১ জুন থেকে পুরনায় শুরু হবে এ লিগ। দেশটির ফুটবল এসোসিয়েশন এমন ঘোষণা দিয়েছে।
করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম লিগ শুরুর ঘোষণা আসলো। রাশিয়ান ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় লিগ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ম্যাচগুলো দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কি-না, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
লিগে এখন পর্যন্ত অনুষ্ঠিত ২২ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জেনিত সেইন্ট পিটার্সবার্গ ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এছাড়া ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লোকোমোটিভ মস্কো ও ক্রাসনোডার।
রাশিয়ায় এখন পর্যন্ত (১৭ মে) ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৬৩১ জন এবং চিকিৎসাগ্রহণে ভালো হয়েছেন ৬৭ হাজার ৩৭৩ জন। তবে দেশটিতে এখনো নতুন রোগী শনাক্ত হচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]