ফুটবলেও চুমু দেওয়া নিষেধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৫ মে ২০২০
ফুটবলেও চুমু দেওয়া নিষেধ

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ থেকে রক্ষা পেতে ক্রিকেট বলে লালা ব্যবহার নিয়ে চলছে নানা আলোচনা। এবার ফুটবলেও চুমু দেওয়া ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। শুধু তাই নয়, খেলা শেষে জার্সিও বদল করা যাবে না।

কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানায় এমন বিধি নিষেধ আরোপ করেছে লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ভাইরাসের সংক্রমণ রোধে কনমেবল বেশ কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে।

ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা (যেমন- চ্যাম্পিয়নস লিগ, দক্ষিণ আমেরিকায় কোপা লিবার্তাদোরেস) গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে এসব টুর্নামেন্ট পেছানো হয়।

এসব টুর্নামেন্টসহ সুদামেরিকানা শুরু হওয়ার আগে কিছু নিয়ম জানিয়ে দিয়েছে কনমেবল। সেগুলো হলো- কোনও খেলোয়াড় মাঠে থুতু ফেলতে পারবেন না, বলেও চুমু দিতে পারবে না। এমনকি মাঠে নাক ঝেরে মিউকাস বের করার অভ্যাস থেকেও বিরত থাকতে হবে।

খেলা শেষে কোনও জার্সি বদল করা যাবে না। আবার খেলার সময় প্রত্যেকের আলাদা পানির বোতল রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

শুধু খেলার সময়ই নয়, খেলা শেষেও থাকছে নানা বিষয়ে বাধ্যবাধকতা। সাইড বেঞ্চে বদলি খেলোয়াড়কে অবশ্যই মুখে মাস্ক পড়তে হবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও পড়তে হবে মাস্ক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা দেখছেন পিটারসেন

দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা দেখছেন পিটারসেন

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

খেলা শুরুর ঘোষণার পর করোনা পজিটিভ, পুরো দল কোয়ারেন্টিনে

খেলা শুরুর ঘোষণার পর করোনা পজিটিভ, পুরো দল কোয়ারেন্টিনে

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বৈধতা পেতে পারে বল টেম্পারিং