ড্রাগ টেস্টে ধরা পড়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইউক্রেনের ফুটবল স্ট্রাইকার আর্তেম বিসিয়েডিন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালের উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে তিনি খেলতে পারবেন। উয়েফা এ তথ্য নিশ্চিত করেছে।
ডায়নামো কিয়েভের এই ২৪ বছর বয়সী স্ট্রাইকারের শাস্তির বিষয়টি গত ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল ইউক্রেনিয়ান ক্লাবটি। তবে উয়েফার নিশ্চয়তার অপেক্ষায় তারা এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
গত নভেম্বরে মালমোর বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বিসিয়েডিনের দেহে নিষিদ্ধ দ্রব্যের অস্তিত্ব ধরা পড়ে। এর আগে প্রাথমিকভাবে ২০১৯ সালের ডিসেম্বরে তাকে বহিষ্কার করা হয়েছিল। এরপর দুই মাস পর ডায়নামো কিয়েভ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
ইউক্রেনের হয়ে বিসিয়েডিন ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নভেম্বরে সার্বিয়ার বিপক্ষে উয়েফা ইউরো বাছাইপর্বে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক গোল করেছিলেন এ ফরোয়ার্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]