ফুটবল ফেরানোর তড়িঘড়িতে চটেছেন স্টার্লিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৩ মে ২০২০
ফুটবল ফেরানোর তড়িঘড়িতে চটেছেন স্টার্লিং

ফাইল ছবি

করোনাভাইরাসের দাপটে ইউরোপের বেশির ভাগ দেশের মতো দিশেহারা ইংল্যান্ডও। তার মধ্যেই প্রিমিয়ার লিগ শুরু করতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো। এমনকি ১ জুনের পর থেকে দর্শকহীন গ্যালারিতে টুর্নামেন্ট শুরুর সবুজ সঙ্কেত মিলেছে সরকারের তরফ থেকে।

এই পরিস্থিতিতে আবার ফুটবল শুরু হলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে, তা ভেবেই তিনি আতঙ্কিত। এমন সময়ে ক্লাবগুলোর ফুটবল ফেরানোর তড়িঘড়িতে চটেছেন ম্যাচেস্টার সিটির ফরোয়ার্ড রাহিম স্টার্লিং

নিজের ইউটিউব চ্যানেলে স্টার্লিং বলেন, ‘‘আমাদের মাঠে ফেরার মুহূর্তটা যেন শুধু ফুটবলের কারণেই গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে। শুধু ফুটবলারেরা নিরাপদ থাকলেই চলবে না। সমস্ত মেডিক্যাল কর্মী ও রেফারিদের জন্যও যেন ঝুঁকিহীন থাকে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি নিজেই বুঝতে পারছি না, এই মুহূর্তে কী ভাবে ফের ফুটবল শুরুর প্রচেষ্টা সফল হতে পারে। আমার ব্যক্তিগত মত, ফুটবলার এবং ফুটবলের সঙ্গে জড়িত দর্শকসহ সবার জন্য পরিস্থিতি নিরাপদ হলেই লিগ শুরু করা কাম্য। তার আগে নয়। আর সেটা যত দিন না হচ্ছে, তত দিন কী ভাবে বলি যে আমি ভয় পাচ্ছি না। বরং এখনই লিগ শুরু করা হলে তার কী কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে, সেটাই সারাক্ষণ ভাবছি।’’

ইংলিশ প্রিমিয়ার লিগের আয়োজকেরা এই মুহূর্তে সব কিছু নতুন করে শুরুর উদ্যোগই নিচ্ছেন। এমনও হতে পারে যে, লিগের বাকি সব ম্যাচই হবে নিরপেক্ষ কেন্দ্রে। করোনাভাইরাসের জেরে ইপিএল মার্চ থেকে বন্ধ আছে। লিগ বন্ধ হয়ে যাওয়ার সময় লিভারপুল নিশ্চিতভাবে শিরোপা জিততে চলেছে। মাত্র তিনটি ম্যাচ জিতলেই ট্রফি মুঠোয় চলে আসবে তাদের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল অনূর্ধ্ব-১৭ প্রমিলা বিশ্বকাপ

পিছিয়ে গেল অনূর্ধ্ব-১৭ প্রমিলা বিশ্বকাপ

নিজের করোনায় আক্রান্তের খবর ফাঁস করলেন রেমিরো

নিজের করোনায় আক্রান্তের খবর ফাঁস করলেন রেমিরো

জুনে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

জুনে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

বেন ইয়েডারের সাথে ‘গোল্ডেন বুট’ ভাগ করে নিতে চান এমবাপে

বেন ইয়েডারের সাথে ‘গোল্ডেন বুট’ ভাগ করে নিতে চান এমবাপে