লিগ শুরু হলে আপত্তি নেই স্পেনে ফুটবল ক্লাবগুলোর। তবে ব্রিটেনে অবশ্য ঝামেলা পাকিয়েছে লিগ শুরু করতে। ছোট ক্লাবগুলো প্রতিবাদ জানিয়েছে প্রস্তাবিত নিরপেক্ষ মাঠে ম্যাচ খেলতে না চেয়ে খেলবে। ফলে প্রিমিয়ার লিগ শুরুর ক্ষেত্রে সরকারের ছাড়পত্র পেলেও ক্লাবদের জট এখনও চলছেই।
ইংল্যান্ডে খেলা শুরু হবে কি হবে না, তা নিয়ে বেশ নাটকীয়তা চলছে। সোমবার (১১ মে) সকাল থেকে জল্পনা ছিল, ১২ জুনও প্রিমিয়ার লিগ শুরু করা হয়তো যাবে না। দুপুরের পর সরকারি বিবৃতিতে হঠাৎই ১ জুন থেকে রুদ্ধদ্বার ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হল।
সোমবার (১১ মে) দুপুরে সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ‘১ জুনের আগে কোনও খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। তারপর রুদ্ধদ্বার রেখে সেটা করা যেতে পারে।’ এতেই আশার সঞ্চার হয়েছে ইংল্যান্ডের ফুটবল-সহ অন্য খেলার মহলেও।
রবিবার রাতে দেশের ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশের মানুষের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। কিন্তু সেই বর্ক্তৃতায় খেলা শুরুর ব্যাপারে কিছু উল্লেখ করেননি। আদৌ জুনের শুরুর দিকে লিগ শুরু করা যাবে কি না তা নিয়ে বেশ অস্বস্তিতে ছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। । কিন্তু সোমবার (১১ মে) দুপুরের বিবৃতির পর ফের লিগ শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।
স্পেনের ছবি বেশ আশাব্যঞ্জক। ফুটবল সংস্থার প্রেসিডেন্ট খাবিয়ের তেবাস ১২ জুন লিগ শুরুর লক্ষ্য নিয়েই এগোচ্ছেন। রিয়াল মাদ্রিদ ও স্পেনের জাতীয় টিমের অধিনায়ক সের্খিও রামোসের মন্তব্যেও ফুটবল ভক্তরা আশার আলো দেখতে পারেন। রামোসের কথায়, ‘দেশের অর্থনীতির স্বার্থেই ফুটবল শুরু করা উচিত। সেই সঙ্গে দেশের মানুষের মনও অন্য দিকে ঘুরবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]