লিগ ওয়ানের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপে পুরস্কারটি মোনাকোর উইসাম বেন ইয়েডারের সাথে ভাগাভাগি করে নিতে চান। তারা দু’জনেই এ মৌসুমে লিগ ওয়ানে সর্বোচ্চ ১৮টি করে গোল করেছেন।
প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার এমবাপেকে বৃহস্পতিবার (৭ মে) এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ঘোষণা করা হয়। এমবাপে ইয়েডারের থেকে তিনটি গোল ওপেন প্লেতে বেশি করেছেন। তবে এমবাপের তুলনায় তিনটি গোল পেনাল্টিতে বেশি করা বেন ইয়েডারকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।
টুইটারে এমবাপে সমর্থকদের অভিনন্দনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, এ পুরস্কারটি তার জাতীয় দলের সতীর্থ ইয়েডারেরও প্রাপ্য।
বেন ইয়েডারও এমবাপের এ সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
২০১৮-১৯ মৌসুমে পিয়েরে-এমেরিক অবামেয়াং, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে প্রত্যেকেই ২২টি করে গোল করার সুবাদে যৌথভাবে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]