জার্মান লিগ শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করার পর একে একে ফুটবল মাঠে ফেরানোর চিন্তা করছে ইউরোপিয়ান লিগ কর্তৃপক্ষ। করোনার ধকল সামলে আগামী ১৬ মে শুরু হবে বুন্দেসলিগা।
এদিকে দিনক্ষণ চূড়ান্ত করেছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উয়েফা আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও তা ফাঁস করে দিয়েছেন লিঁও সভাপতি জ্যাঁ-মিশেল অলাস।
সংবাদমাধ্যম আরটিএলকে লিঁও সভাপতি বলেন, জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি ৭ আগস্ট নিশ্চিত করা হয়েছে। তুরিনে দর্শকহীন মাঠে খেলা গড়াবে।
তবে ফরাসি লিগে লিঁও চারে থাকাবস্থায় এবারের মৌসুম শেষ করে দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। পিএসজিকে শিরোপা দেওয়ায় একটু মনক্ষুণ্ণ হয়ে অলাস বলেন, যদি খেলা শুরুর আপিল সফল না হয়, লিঁও এবং পিএসজিকে অন্য ক্লাবগুলো শেষ করে দেবে। কারণ, ওরা প্রস্তুতি নিতে পারছে, আমরা পারছি না।
অলাসের ফাঁস করা চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য সূচি :
৭ আগস্ট : জুভেন্টাস-লিঁও, ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ,
৮ আগস্ট : বায়ার্ন মিউনিখ-চেলসি, বার্সেলোনা-নাপোলি
কোয়ার্টার ফাইনাল প্রথম লেগ : ১১ ও ১২ আগস্ট,
কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ : ১৪ ও ১৫ আগস্ট
সেমিফাইনাল প্রথম লেগ : ১৮ ও১৯ আগস্ট
সেমিফাইনাল দ্বিতীয় লেগ : ২১ও ২২ আগস্ট
ফাইনাল : ২৯ আগস্ট
উল্লেখ্য, যে এবারের ফাইনাল হবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]