শুরুর দিনেই বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ পিএম, ০৯ মে ২০২০
শুরুর দিনেই বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ

করোনার কারণে দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকার পর ফুটবল দিয়ে মাঠে খেলা ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ, ইতালি আর ইউরোপিয়ান লিগ কর্তৃপক্ষ। আপ্রাণ চেষ্টার পর অবশেষে খেলোয়াড়দের এককভাবে অনুশীলনের অনুমতি নিতে পেরেছে লিগ কর্তৃপক্ষ।

স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষের কাছে অনুমতি পাওয়ার পরই করোনা পরীক্ষা শেষে আজ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুশীলন করতে শুরু করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। দীর্ঘদিন খেলার বাহিরে থাকার পর অনুশীলন করতে নেমে শুরুর প্রথম দিনেই ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।

প্রথমদিনেই দলের সাথে অনুশীলনে যোগ দেন এই ফরাসি ডিফেন্ডার। প্রথম সেশনটি ঠিকঠাক মতো করলেও দ্বিতীয় সেশনে এসে ডান পায়ের গোঁড়ালিতে চোট পান তিনি। আর তাই তো আপাতত মাঠের বাহিরে থাকতে হচ্ছে তাকে। তবে ঠিক কতদিন মাঠের বাহিরে থাকতে হবে তাকে তা এখনও জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

ইনজুরি যেন উমিতিতির পিছু ছাড়ছেই নাই। প্রায়শই ইনজুরিতে ভোগেন তিনি। ২০১৬ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে ইনজুরিসহ বিভিন্ন ইস্যুতে মোট ৫৮টি ম্যাচ মিস করেছেন। চলতি মৌসুমেও ইতোমধ্যে ১৬টি ম্যাচ মিস করেছেন। তাই তো তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোর্তোয়ার সাথে দ্বিমত পোষণ করলেন ফ্যাব্রেগাস

কোর্তোয়ার সাথে দ্বিমত পোষণ করলেন ফ্যাব্রেগাস

মাঠের অনুশীলনে মেসিরা, প্রাণ ফিরছে ফুটবলে

মাঠের অনুশীলনে মেসিরা, প্রাণ ফিরছে ফুটবলে

খেলোয়াড় বদলে নতুন নিয়ম আনলো ফিফা

খেলোয়াড় বদলে নতুন নিয়ম আনলো ফিফা

ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন