কোর্তোয়ার সাথে দ্বিমত পোষণ করলেন ফ্যাব্রেগাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৯ মে ২০২০
কোর্তোয়ার সাথে দ্বিমত পোষণ করলেন ফ্যাব্রেগাস

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে ফ্রান্সের লিগ ওয়ান এবং টু ফুটবল আসরের এবারের মৌসুমের সমাপ্তি টেনেছে ফরাসিরা। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষণা করে আসর শেষ করেছে লিগ ওয়ানের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ।

অন্যান্য লিগও সে পথে হাঁটবে কি-না তার নিশ্চয়তা নেই। কিন্তু স্প্যানিশ ফুটবল লিগের মৌসুম শেষ না করে সমাপ্তি হলে এবং বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে তা মানবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে লা-লিগা নিয়ে কোর্তোয়া বলেছিলেন, ‘বার্সেলোনার সাথে আমাদের পয়েন্টের ব্যবধান খুব বেশি না। মাত্র ২ পয়েন্টে ব্যবধানে আমরা পিছিয়ে আছি। আমাদের চ্যাম্পিয়ন হওয়া দারুন সুযোগ রয়েছে। বার্সেলোনারও সুযোগ রয়েছে। এ অবস্থায় লিগ টেবিলের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা ঠিক হবে না। আর যদি তাই হয়, তবে তা হবে দুঃখজনক।’

কোর্তোয়ার যুক্তির সাথে মোটেও একমত নন ফ্যাব্রেগাস । তিনি বলেন, ‘সবাই তাদের নিজেদের স্বার্থরক্ষা করে, নিজেদের কথাই ভাবে। মোনাকোর কথা যদি বলি, অল্পের জন্য আমরা আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় থাকবো না। কারণ চতুর্থ স্থানে থাকা লিলির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে নবম স্থানে আছে মোনাকো।

এমন লিগ টেবিল রেখেই ফরাসি মৌসুম শেষ হলো। আমাদেরও খারাপ লাগছে। কিন্তু বর্তমান পরিস্থিতিকে অনেক কিছুই বিবেচনাও আনতে হবে। তাই ফ্রান্সের মতো লা-লিগা যদি আর মাঠে না গড়ায় , তাহলে বার্সেলোনা হবে যোগ্য চ্যাম্পিয়ন।

আর বিষয়টি এমন নয়, ইচ্ছা করে লিগ বন্ধ করে দেয়া হচ্ছে। এখন সবকিছুই মেনে নেয়া উচিত। সবার আগে জীবন, নিজে ও পরিবারকে সুস্থ রাখাটা জরুরি। ভবিষ্যতে অনেক ম্যাচ-লিগ খেলা যাবে। চলমান লিগ শেষ করতে, আবারও মৌসুম শুরু করা উচিত হবে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠের অনুশীলনে মেসিরা, প্রাণ ফিরছে ফুটবলে

মাঠের অনুশীলনে মেসিরা, প্রাণ ফিরছে ফুটবলে

খেলোয়াড় বদলে নতুন নিয়ম আনলো ফিফা

খেলোয়াড় বদলে নতুন নিয়ম আনলো ফিফা

ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে