ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৯ মে ২০২০
ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

ফুটবল মাঠের মতো সেনাবাহিনীতেও সেরার পুরস্কার জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় সন হিউং-মিন।

নিয়মানুয়ায়ী দক্ষিণ কোরিয়ায় প্রতিটি পুরুষ নাগরিককে দুই বছরের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ট্রেনিং কোর্স করতে হয়। ২০১৮ এশিয়ান গেমসে সনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া স্বর্ণ পদক জয় করেন। যে কারণে সে বছর সেনাবাহিনীর কোর্স সম্পন্ন করতে পারেননি তিনি।

করোনাভাইরাসের কারণে ইপিএলের খেলা স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফেরত আসার পর সেনাবাহিনীতে ট্রেনিং কোর্সটি করেন সন। তবে ফুটবলার হওয়ায় দুই বছরের পরিবর্তে তার ট্রেনিংয়ের মেয়াদ হয় তিন সপ্তাহ।

তিন সপ্তাহে সেনাবাহিনী ট্রেনিং কোর্সে ১৫৭ প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরার পুরস্কার জিতেছেন মিন। সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, সেরা পারফরমেন্সের কারণে পাঁচ ধরনের পুরস্কারের মধ্যে ‘পিলসাং’ পুরস্কার জিতেছেন মিন।

এদিকে ট্রেনিং শেষ হলেও ৩৪ মাসের মধ্যে ৫৪৪ ঘণ্টা সামাজিক সেবা দিতে হবে ২৭ বছর বয়সী মিনকে।

২০১৫ সাল থেকে টটেনহামে খেলছেন উইঙ্গার মিন। এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৫১টি গোল করেছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

আইসিসিকে দুর্বল বোর্ডগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

আইসিসিকে দুর্বল বোর্ডগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

চড়া দামে বিক্রি হলো আজহার আলীর ক্রিকেট স্মারক

চড়া দামে বিক্রি হলো আজহার আলীর ক্রিকেট স্মারক

এ বছর আর আশা দেখছেন না নাদাল

এ বছর আর আশা দেখছেন না নাদাল