বায়ার্নের সহকারী কোচ হলেন বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৮ মে ২০২০
বায়ার্নের সহকারী কোচ হলেন বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড সৃষ্টিকারী জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন। ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মানির গর্বিত সদস্য ক্লোসা এখন পর্যন্ত চারটি বিশ্বকাপে ১৬টি গোল করেছেন, যা সর্বোচ্চ গোলের রেকর্ড। ৪১ বছর বছর বয়সী জার্মান জাতীয় দলের সাবেক এ স্ট্রাইকার নতুন দায়িত্ব সম্পর্কে বলেছেন, ‘এ অনুভূতি দারুণ। সত্যিকার অর্থেই এ ধরনের একটি কাজের জন্য আমি মুখিয়ে ছিলাম।’

করোনাভাইরাসের কারণে মধ্য মার্চ থেকে বন্ধ থাকা বুন্দেসলিগা ১৬ মে থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে। ১৭ মে ইউনিয়ন বার্লিন সফরে বায়ার্নের বেঞ্চে ক্লোসাকে বসতে দেখা যাবে।

বায়ার্নের এ সাবেক স্ট্রাইকার বলেছেন, পুরোনো ক্লাবে নতুন ভূমিকায় যোগ দেওয়ার অর্থ হচ্ছে তার কোচিং ক্যারিয়ার একটি পরবর্তী ধাপে উন্নীত হওয়া। গত দুই মৌসুম ধরে ক্লোসা বায়ার্নের অনুর্ধ্ব-১৭ দলের সাথে কাজ করে আসছেন।

২০২১ সালের জুন পর্যন্ত ক্লোসা বায়ার্নের সাথে চুক্তি করেছেন। ২০১৪ সালে বিশ্বকাপে জার্মান দলের সহকারী কোচ ছিলেন হান্সি ফ্লিকম, যিনি বর্তমানে বায়ার্নের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জার্মানি জাতীয় দলের জার্সি গায়ে ক্লোসা ১৩৭ ম্যাচে ৭১টি গোল করেছেন। ফ্লিক সম্পর্কে ক্লোসা বলেছেন, ‘আমরা পেশাদার ও ব্যক্তিগত জীবনে সবসময়ই একে অপরের ওপর বিশ্বাস করি।’

ফ্লিক বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে একজন সাবেক পেশাদার খেলোয়াড় হিসেবে ক্লোসার যে অভিজ্ঞতা রয়েছে তা তার কোচিং ক্যারিয়ারে কাজে লাগবে।’

বায়ার্নের হয়ে ১৫০ ম্যাচে ক্লোসার রয়েছেন ৫৩ গোল। ২০১১ সালে বায়ার্ন ছেড়ে ল্যাজিওতে যোগ দিয়েছিলেন ক্লোসা। এর পাঁচ বছর পর ইতালির দলটি থেকে ক্যারিয়ারের ইতি টানেন।

বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘গত ১৫-২০ বছরে ক্লোসাই জার্মানির সবচেয়ে সফল স্ট্রাইকার। আমাদের স্ট্রাইকাররা তার কাছ থেকে দারুন উপকৃত হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাঁস হলো লা লিগার সময়সূচি

ফাঁস হলো লা লিগার সময়সূচি

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা

অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা