করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ আছে স্প্যানিশ লা লিগা। লা লিগার স্থগিত হওয়া মৌসুম শুরু করতে চেষ্টায় লা লিগা কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ তা আবার শুরু হবে তা এখনও জানায়নি আয়োজন কর্তৃপক্ষ। তবে লেগানেস ম্যানেজার হ্যাভিয়ের অ্যাগুইরে জানালেন, জুনের মাঝামাঝিতে শুরু হয়ে শেষ হবে জুলাইয়ের শেষ দিকে।
যদিও অফিসিয়াল কোনো বিবৃতি এখনও আসেনি। তবে মেক্সিক্যান এই কোচের দাবি, লা লিগা কর্তৃপক্ষের মাধ্যমেই তিনি লা লিগার এই সময়সূচি জানতে পেরেছেন।
লা লিগা মাঠে ফেরানোর জন্য দেশটির সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। মার্কা ক্লারো এমভিএসকে অ্যাগুইরে বলেন, লিগ শুরুর একটি তারিখ আমরা এরই মধ্যে পেয়ে গেছি।
তিনি বলেন, জুনের ২০ তারিখে লা লিগা শুরু হবে। ৫ সপ্তাহ পর ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে লিগ শেষ হবে।
মোট এগারটি ম্যাচ বাকি আছে লিগের। সপ্তাহের শনিবার-রোববার ও বুধবার-বৃহস্পতিবার ম্যাচগুলো আয়োজন করা হবে বলে জানান অ্যাগুইরে।
তিনি আরও বলেন, লা লিগা আমাকে মাত্রই আনুষ্ঠানিকভাবে বিষয়টা জানালো এবং আমি খুব খুশী। আমরা এরই মধ্যে অনুশীলন সূচি তৈরি করে ফেলেছি।
দলের খেলোয়াড়দের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং শনিবার (৯ মে) থেকে তারা অনুশীলন শুরু করবে বলে জানান লেগানেস বস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]