বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির কারণে ইউরোপের শীর্ষ ১০টি লিগে খেলেয়াড়দের ট্রান্সফার মূল্য ১০ বিলিয়ন ইউরো পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বখ্যাত অডিট ফার্ম কেপিএমজি এমন আশঙ্কা প্রকাশ করেছে।
অডিট ফার্মটির মতে ট্রান্সফার মূল্য নাটকীয়ভাবে কমে যাবে। ফুটবল মাঠে না থাকায় ক্লাবগুলো যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে তা কাটিয়ে ওঠাই এখন তাদের সামনে মূল চ্যালেঞ্জ।
ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনের শীর্ষ লিগগুলো সেই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠার লক্ষ্যে ২০১৯-২০ মৌসুম যেকোনভাবে শেষ করার পরিকল্পনা করছে। বিশেষ করে টিভি স্বত্ব বাঁচাতে লিগ শেষ হওয়াটা জরুরি।
ইতোমধ্যেই ইউরোপের আরেক শীর্ষ লিগ ফ্রান্সে মৌসুম শেষের ঘোষণা এসেছে। কেপিএমজির মতে বাকি চারটি লিগ শেষ না হওয়ায় লিগগুলো সব মিলিয়ে ৪ বিলিয়ন ইউরো হারাবে। ওইসব লিগ মূলত ইউরোপের ট্রান্সফার মার্কেটের মূল আকর্ষণ।
কেপিএমজির সমীক্ষায় আরও রয়েছে- বেলজিয়াম, নেদারল্যান্ড, পর্তুগাল, তুরষ্ক ও ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের চ্যাম্পিয়নশীপ। দর্শকশূন্য মাঠে লিগ অনুষ্ঠিত হলেও ৬.৬ বিলিয়ন ইউরো বাঁচানো সম্ভব বলে প্রতিষ্ঠানটি মনে করে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]