বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৭ মে ২০২০
বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

ফাইল ছবি

করোনার কারণে আর মাঠে গড়াচ্ছে না স্পেনের নারী ফুটবল লিগ। নেইমারদের ফরাসি লিগের পর বাতিল ঘোষণা করা হলো স্পেনের নারী ফুটবল লিগ। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ২০১৯-২০ মৌসুমের নারী ফুটবল লিগে সমাপ্তি টেনেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল বার্সেলোনা নারী দল। যেখানে দুইয়ে থাকা আতলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান ছিল ৯ আর হাতে বাকি ছিল আর নয় ম্যাচ। আর তাই তো লিগের সমাপ্তি টানায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বার্সেলোনা নারী দলকে।

আরএফইএফ আরও জানিয়েছে, করোনার কারণে স্পেনের নারী ফুটবলের চলতি মৌসুমের বাকিটা আর এগোবে না। তবে পুরুষদের শীর্ষ দুই লিগের বাকি মৌসুমের খেলা শেষ করার পরিকল্পনা আছে তাদের।

চলতি সপ্তাহেই ক্লাবগুলো সীমিত পরিসরে অনুশীলন শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে প্রত্যেক খেলোয়াড়, কোচ ও স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

স্পেনের নারী ফুটবলের শীর্ষ লিগে গত তিন মৌসুম ধরে চ্যাম্পিয়ন ছিল আতলেটিকো। দলটির আধিপত্যে ছেদ ঘটিয়ে ২০১৫ সালের পর প্রথম লিগ শিরোপা জিতল বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা

অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা

চূড়ান্ত হলো জার্মান লিগ শুরুর দিনক্ষণ

চূড়ান্ত হলো জার্মান লিগ শুরুর দিনক্ষণ

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন মানতে নারাজ কোর্তোয়া

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন মানতে নারাজ কোর্তোয়া

১৪ বছর পর জিদানকে ক্ষমা করলেন সতীর্থ সাগ্নল

১৪ বছর পর জিদানকে ক্ষমা করলেন সতীর্থ সাগ্নল