২০০৬ সালে ফুটবল বিশ্বকাপের স্মৃতি মনে হলে এখনো কাঁদেন ফ্রান্সের ডিফেন্ডার উইলি সাগ্নল। ১৪ বছর পার হয়ে গেলেও এতদিন জিনেদিন জিদানের ওপর বিরক্ত ছিলেন তিনি। তবে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির স্বীকারোক্তিতে জিদানের ওপর থাকা ক্ষোভ ঝেড়ে ফেলছেন সাগ্নল।
বিশ্বকাপের ফাইনালে জিদানকে অশ্লীল কথা বলেছিলেন মাতেরাজ্জি। স্প্যানিশ স্পোর্টস ডেইলি এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতেরাজ্জি নিজে এ কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, জিদানকে আটকানোর পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু কোনভাবেই জিদানকে আটকানো যাচ্ছিলো না। চতুর্থবার তার শার্ট ধরে টানলে সে রাগে আমাকে বলে, তুমি কী আমার শার্টটা নিতে চাইছ? আমি মাথা গরম করে বলি, তোমার শার্ট নয়, আমি তোমার বোনকে চাইছি।
মাতেরাজ্জি বলেন, এমন কথা শুনে জিদান আরও ক্ষেপে যান। বোনকে নিয়ে অশ্লীল কথা সহ্য করতে পারেননি জিদান। উল্টো ফিরেই আমার বুকে মাথা দিয়ে ঢুঁস মেরে বসেন জিদান।
মাতেরাজ্জির এমন স্বীকারোক্তির আগ পর্যন্ত জিদানের ওপর টানা ১৪ বছর রেগে ছিলেন সাগ্নল। তবে এখন আর জিদানের উপর কোন ক্ষোভ নেই সাগ্নলের।
২০০৬ সালে ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেছেন জিদান ও সাগ্নল। ওই বিশ্বকাপের স্মৃতি এখনো কাঁদায় ডিফেন্ডার সাগ্নলকে। ২০০৬ সালের ৯ জুলাই বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি-ফ্রান্স। ফাইনালে বিস্মকর এক কাণ্ড করে বসেন জিদান।
ইতালির মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিদান। শিরোপা জয়ের বিভোর থাকা ফ্রান্স পুরোপুরিভাবে জিদানের ওপর নির্ভর ছিল। সেই জিদানই কি-না গুরুত্বপূর্ণ সময়ে অদ্ভুত কাণ্ড করে বসলেন। তাতে শিরোপাটাও হাতছাড়া হয় ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্সের।
নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে ইতালি। ফাইনাল শেষে নিজের অদ্ভুত কাণ্ডের জন্য ড্রেসিংরুমে ক্ষমাও চেয়েছিলেন জিদান। তবে এরপর থেকে জিদানের সাথে দু’বছর কথা বলেননি সাগ্নল।
তিনি জানান, ‘জিদান লাল কার্ড দেখার কারণে আমরা ঐ বিশ্বকাপ জিততে পারিনি। ঐ ঘটনাটা সকল খেলোয়াড় ও দেশের জনগণকে কষ্ট দিয়েছিল। এরপর আমি জিদানের সাথে দু’বছর কথা বলিনি। তাকে এড়িয়ে চলেছি।’
১৪ বছর কেটে গেলেও জিদানের ওপর ক্ষোভ ছিল সাগ্নলের। তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্মৃতি ভুলতে পারবো, কিন্তু জিদানের কারণে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া করার স্মৃতি ভুলতে পারবো না। চিন্তা করলে এখনো আমার বিরক্ত লাগে।’
তবে মাতেরাজ্জির স্বীকারোক্তিতে জিদানের ওপর রাগ কমেছে সাগ্নলের। বলেন, ‘মাতেরাজ্জি স্বীকার করেছে, আসল ভুলটা সে’ই করেছে। জিদান শান্ত মেজাজের। ওমন কথা শুনলে কারও মাথাই শান্ত থাকার কথা নয়। তাই জিদানের ওপর আর কোন ক্ষোভ নেই আমার।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]