জিদানকে অশ্লীল কথা বলেছিলাম : মাতেরাজ্জির স্বীকারোক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ০৬ মে ২০২০
জিদানকে অশ্লীল কথা বলেছিলাম : মাতেরাজ্জির স্বীকারোক্তি

২০০৬ সালে জার্মানি ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে ঢুঁস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু কেন, মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে ঢুঁস মেরেছিলেন জিদান!

খেলা শেষে পরবর্তীতে বিভিন্ন সময় জিদান বলেছিলেন, মাতেরাজ্জি তাকে অশ্লীল কথা বলেছিলেন। কিন্তু মাতেরাজ্জি কখনো তা স্বীকার করেননি। যা ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে ঘটনার ১৪ বছর পর অবশেষে স্বীকার করলেন মাতেরাজ্জি। জানান, জিনেদিন জিদানকে সেদিন অশ্লীল কথা বলেছিলেন তিনি।

সম্প্রতি স্প্যানিশ স্পোর্টস ডেইলি এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতেরাজ্জি এ তথ্য জানান। তিনি বলেন, ‘জিদানকে আটকানোর পরিকল্পনা ছিল আমাদের। তাই আমি বেশ কয়েকবার জিদানের শার্ট ধরে টানাটানি করি। কিন্তু কোনভাবেই জিদান তা পাত্তা দিচ্ছিলো না।’

মাতেরাজ্জি বলেন, ‘চতুর্থবার তার শার্ট ধরে টানলে সে রাগে আমাকে বলে, তুমি কী আমার শার্টটা নিতে চাইছ? আমি মাথা গরম করে বলি, তোমার শার্ট নয়, আমি তোমার বোনকে চাইছি।’

সেদিনের ঘটনার বর্ণনায় এভাবেই অকপটে স্বীকার করেন মাতেরাজ্জি। তিনি আরও বলেন, ‘এমন কথা শুনে জিদান আরও ক্ষেপে গেলেন। বোনকে নিয়ে অশ্লীল কথা সহ্য করতে পারলেন না জিদান। উল্টো ফিরেই আমার বুকে মাথা দিয়ে ঢুঁস মেরে বসেন জিদান।’

ওই সময়ের কোচ মার্সেলো লিপ্পির নির্দেশ মতোই জিদানকে আটকানোর চেষ্টা করা হয় বলে জানান মাতেরাজ্জি। বলেন, ‘শুরুতেই গোল করে জিদান। এরপর আমাদের কোচ লিপ্পি আমাদের নির্দেশ দেন, জিদানকে কড়া মার্ক করতে। যাতে কোনভাবেই সে বল না পায়।’

‘এরপর থেকেই আমি জিদানকে আটকাতে সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু শার্ট টেনে-ফেলে দিয়েও কোন লাভ হচ্ছিলো না। শেষমেষ অশ্লীল কথাতে কাজ হয়। তবে এ ধরনের কথা বলার কোন পরিকল্পনা আমার ছিল না। মুখ ফসকে বেড়িয়ে যায়।’ -যোগ করেন তিনি।

তবে যাই হোক না কেন, পরবর্তীতে শিরোপা জয়ের আনন্দে কোন ছেদ পড়েনি দলের বলে জানান মাতেরাজ্জি। তিনি বলেন, ‘ফাইনাল শেষে আমরা পুরোদমে শিরোপা নিয়ে আনন্দ করেছি। আমাকে এ বিষয়ে কেউই কিছুই জিজ্ঞাসা করেনি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মিশনে প্রথম পরীক্ষায় জিদান

নতুন মিশনে প্রথম পরীক্ষায় জিদান

ছেলেকে খেলিয়ে সমালোচিত জিদান

ছেলেকে খেলিয়ে সমালোচিত জিদান

কোম্পানিতে কাজ করছেন মৃত ফুটবলার!

কোম্পানিতে কাজ করছেন মৃত ফুটবলার!

দর্শক ছাড়া ফাইনাল খেলতে নারাজ বিলবাও-সোসিয়েদাদ

দর্শক ছাড়া ফাইনাল খেলতে নারাজ বিলবাও-সোসিয়েদাদ