নিজ শহর মাদেইরা থেকে প্রায় দুই মাস পর ইতালির তুরিনের ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তিনি জুভেন্টাসের অনুশীলনে যোগ দেবেন। করোনার কারণে ইতালিয়ান ফুটবল লিগ সিরি’আ স্থগিত হলে ৯ মার্চ পর্তুগালে ফিরে কোয়ারেন্টিনেও ছিলেন তিনি।
পর্তুগালের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, নিজের ব্যক্তিগত জেট গাল্ফস্ট্রিম জি ২০০ গ্যালাক্সি দিয়ে সন্ধ্যা ৭টায় সিআর সেভেন ইতালির পথে রওনা হন রোনালদো।
নিজ শহরে কোয়ারেন্টিনে সময় কাটানো রোনালদোকে ইতালিতেও আবার ১৪ দিনে সেলফ-কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন শেষে ১৮ মে থেকে দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।
জুভেন্টাসের বেশ কয়েকজন ফুটবলারের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। যাদের মধ্যে পাওলো দিবালা, দানিয়েল রুগানি ও ব্লাইসে মাতুইদির নামও রয়েছে।
এদিকে করোনা পরিস্থিতির মধ্যে মাঠে ফুটবল ফেরালেও সব ফুটবলারকে অনুশীলনের আগে পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৭৯ জন এবং ভালো হয়েছেন ৮২ হাজার ৮৭৯ জন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]