সিরি’আ শুরুর পথে বাঁধা ইতালিয়ান সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৩ মে ২০২০
সিরি’আ শুরুর পথে বাঁধা ইতালিয়ান সরকার

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকেই স্থগিত ইউরোপিয়ান ফুটবল লিগগুলো। তবে এভাবে লিগ বন্ধ রাখতে চাইছে না ইউরোপিয়ান ক্লাবগুলো। আর্থিক লোকসান থেকে রক্ষা পেতে এবার মৌসুম শেষ করার জন্য তৎপর তারা।

এছাড়া সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে বলেন, আগামী ৪ মে থেকে এককভাবে ও ১১ মে থেকে দলগতভাবে অনুশীলন করতে পারবে খেলোয়াড়রা। অনুশীলনে সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতালিয়ান সিরি’আ পুনরায় শুরুর জন্য ক্লাবগুলোকে নিয়ে ভোটাভুটি ব্যবস্থা করে ইতালিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ভোটাভুটি শেষে লিগ শুরুর পক্ষে সায় দিয়েছে সব ক্লাব।

ইতালিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, ‘লিগ শুরু নিয়ে ক্লাবগুলোকে নিয়ে ভোটাভুটির ব্যবস্থা করা হয়। ভোটে দু’টি ক্লাব বাদে অন্য সব ক্লাবই মৌসুম পুনরায় শুরুর পক্ষে রায় দিয়েছে। পরের রাজি না থাকা, দু’টি ক্লাবও সায় দিয়েছে। তাই সিরি’আ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনও তারিখ নির্দিষ্ট হয়নি।’

এ খবর ইতালিয়ান সরকারকে জানানো হয়। ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘খেলোয়াড় এবং ক্লাবের কর্মকর্তাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন খেলাধুলাই শুরু করা যাবে না।

ক্লাবগুলো স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কি-কি ব্যবস্থা নিয়ে তা আগে সরকারকে দেখাতে হবে। তারপর সরকার সিদ্ধান্ত দিবে ফুটবল মৌসুম শুরু নিয়ে। আর যদি, স্বাস্থ্য ঝুঁকি থাকে তবে এবারের ফুটবল মৌসুম বাতিল করা হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফুটবল ফেরাতে ব্রাজিলে তোড়জোড়

মাঠে ফুটবল ফেরাতে ব্রাজিলে তোড়জোড়

ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট