করোনাভাইরাসের কারণে ১৫ মার্চ থেকে ব্রাজিলে সকল ধরনের খেলা স্থগিত রয়েছে। সময় গড়ানোর সাথে সাথে দেশটিতে মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে নেইমারদের দেশে এখন পর্যন্ত ৬ হাজার মানুষ মারা গেছে। তবে এ অবস্থাতেই মাঠে ফুটবল ফেরাতে তোড়জোড় শুরু করেছে ব্রাজিল।
স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ফুটবলকে মাঠে ফেরাতে খেলোয়াড় ও ক্লাবগুলো প্রস্তুত।
তিনি বলেন, ক্লাবগুলোর সাথে আমার আলোচনা হয়েছে। তারা অনেক লোকসানের মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে ক্লাবগুলোর আর্থিক অবস্থা খারাপই হবে। তাই আমার মনে হয়, মাঠে খেলা ফেরানো উচিত।
মাঠে ফুটবল ফিরলে খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হলেও তাদের মৃত্যুর সম্ভাবনা কম বলে মন্তব্য করেন বোলসোনারো। তিনি বলেন, ফুটবলাররা যদি ভাইরাসে আক্রান্ত হয়ও তাদের মৃত্যুর সম্ভাবনা খুবই কম। কারণ, তাদের শারীরিক অবস্থা বেশ ভালো। তারা সবক্ষেত্রেই ফিট। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
খেলা ফিরলে দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বোলসোনারোর। বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে কাজ শুরু করবো।
এদিকে মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনা নিলেও খেলোয়াড়দের সাথে আলোচনা হয়নি বলে জানান বোলসোনারো। এছাড়া খেলোয়াড়রা না চাইলে অন্য পরিকল্পনা করার কথাও জানান তিনি।
বোলসোনারো বলেন, এমন পরিস্থিতিতে অনেক খেলোয়াড়ই খেলতে চাইবে না। তখন আমাদের অন্য পথে হাঁটতে হবে। সবার জন্য যা ভালো হবে, তাই করা হবে।
চলতি মাসেই (মে-২০২০) ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ আসর শুরুর সূচি রয়েছে। সেটি শুরু করতে এতো তোড়জোড় বোলসোনারো। তবে প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ানো সম্ভব হবে কি-না তা নিয়েও শঙ্কা রয়েছে।
ব্রাজিলের এখন পর্যন্ত (৩ মে) ৯৭ হাজার ১শ’ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ৭৬১ জন মারা গেছেন। আর ভালো হয়েছেন ৪০ হাজার ৯৩৭ জন। এছাড়া স্বল্প পরিমাণে হলেও প্রতিদিনই নতুন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]