ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ০২ মে ২০২০
ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ইউরোপের সকল ফুটবল লিগই বন্ধ। এতে আর্থিক ক্ষতি হচ্ছে সকলের। এ অবস্থায় ইউরোপিয়ান লিগ মে মাসের মধ্যে শুরুর নির্দেশ দিয়েছেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন।

আর্থিক ক্ষতি বাড়তে থাকলে বড় ধরনের বিপর্যয়ে হবে বলে মনে করেন সেফরিন। ফলে বিকল্প পদ্ধতি বের করে মে মাসের মধ্যে সকল লিগ শুরুর তাগাদা দিয়েছেন তিনি।

সেফরিন বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ হয়ে গেছে ইউরোপিয়ান সকল লিগ। অবশ্য প্রাকৃতিক দুযোর্গে কারও হাত নেই। কিন্তু এতে বড় ধরনের আর্থিক ক্ষতি মুখে পড়তে যাচ্ছে ক্লাবগুলো। এ ক্ষতি যাতে আর না বাড়ে সে জন্য বিকল্প চিন্তা বের করে লিগ শুরু করতে হবে।’

ইতোমধ্যে উয়েফার অধীনে ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান সেফরিন।বলেন, ‘২৫ মে’র মধ্যে নিজ-নিজ দেশের লিগ শুরু করা সম্ভব কি-না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাদের বক্তব্য শুনে আমরা আলোচনায় বসবো। তারপরও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে শর্ত মেনে লা লিগার খেলোয়াড়দের অনুশীলন করার নির্দেশ দিয়েছে স্পেন সরকার। দেশটির প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দলীয়ভাবে অনুশীলন না করে ৪ মে থেকে এককভাবে অনুশীলন করতে পারবেন স্প্যানিশ ফুটবল লিগের খেলোয়াড়রা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নির্দেশনা মেনে অনুশীলনে ফিরছে বার্সেলোনা-রিয়াল

নির্দেশনা মেনে অনুশীলনে ফিরছে বার্সেলোনা-রিয়াল

ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কপাল পুড়লো লিঁও’র

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কপাল পুড়লো লিঁও’র

ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমারদের ফরাসি লিগ

ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমারদের ফরাসি লিগ