প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যেই অনুশীলনে ফিরতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লিগের খেলোয়াড়রা। দলীয়ভাবে অনুশীলন না করে ৪ মে (সোমবার) থেকে এককভাবে সকালে অনুশীলন করতে পারবেন তারা।
অনুশীলনের জন্য মাঠে ফিরলেও স্প্যানিশ লিগের খেলোয়াড়দের দিতে হবে করোনা পরীক্ষা। লা-লিগা কর্তৃপক্ষ সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা শেষে অনুশীলনের অনুমতি দেবে।
লা-লিগার এক কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছে, স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নির্দেশেই ৪ মে (সোমবার) থেকে অনুশীলন শুরু হচ্ছে। তবে এ অনুশীলন দলীয়ভাবে হবে না।
অনুশীলনে নামার আগে ও পরে সকল নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকতা। তিনি বলেন, অনুশীলনের নামার আগে খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হবে। এছাড়া অবশ্যই নিরাপত্তা উপকরণ পরিধান করে অনুশীলনে যেতে হবে।
স্পেনে এখন পর্যন্ত (১ মে) প্রাণঘাতি করোনাভাইরাসে ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ হাজার ৮২৪ জন।
এছাড়া চিকিৎসা গ্রহণে ভালো হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৮৪ জন। দেশটিতে এখনো কম মাত্রায় হলেও নতুন রোগী শনাক্ত হচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]