ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০১ মে ২০২০
ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

ফাইল ছবি

পুনরায় মাঠে ফুটবল ফেরাটা সবার জন্যই ভাল হবে মনে করছেন ইংলিশ প্রিমিয়ার লীগের দল টটেনহ্যাম হটস্পারের কোচ হোসে মরিনহো। প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হলেও ফুটবল ফেরানো গেলে ক্ষুধার্ত ভক্তদেরও মনোবল বাড়ানোর মত অবস্থা হবে বলে মনে করছেন মরিনহো।

করোনাভাইরাসের কারণে ৯ মার্চ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ। মহামারী এই ভাইরাসে ইংল্যান্ডে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এই মহামারীর জন্য গত সপ্তাহে ডাচ ফুটবল লিগ বাতিল করা হয়েছে। আগামী সেপ্টম্বরের আগে দেশের কোন ক্রীড়া ইভেন্টকে মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবেনা বলে সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপের ঘোষণার পর ফরাসি লিগের চলমান মৌসুম বাতিল হয়ে গেছে।

পুনরায় মৌসুম শুরুর এজেন্ডা নিয়ে ইংল্যান্ডের প্রথম সারির দলগুলো আলোচনায় বসছে। কিভাবে মৌসুম শেষ করা যায় তা নিয়ে আলোচনা করবেন তারা।

স্কাই স্পোটর্সকে মরিনহো বলেন, ‘আমি ফুটবল মিস করছি। কিন্তু আমি বলতে পছন্দ করি, আমি আমার বিশ্বকে মিস করছি। সবাই যা করছে আমিও তাই করছি। ফুটবল আমার বিশ্বেরই একটি অংশ। কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে, এটি এমন লড়াই যা আমাদের সকলকে করতে হচ্ছে।’

মৌসুম পুনরায় শুরু হলেও, ভাইরাসের ঝুঁকি হ্রাস করতে রুদ্ধাদার স্টেডিয়ামে খেলতে হবে। মরিনহো বিশ্বাস করেন, লাখ-লাখ মানুষের জন্য নিজেদের পারফরমেন্স প্রদর্শন করতে পারবে।

তিনি বলেন, ‘আমরা যদি লিগের বাকী নয়টি ম্যাচ খেলতে পারি, তবে আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। এটি ফুটবল ও প্রিমিয়ার লিগের জন্য ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলি, তবে আমি মনে করি, দর্শক ছাড়া কখনোই ফুটবল হয় না। ক্যামেরার মাধ্যমে লাখ-লাখ মানুষ খেলা দেখবে। যদি আমরা একদিন এই খালি স্টেডিয়ামে হাঁটি, এটি খালি হবে না, কখনও না।’

লিগ স্থগিত হওয়ার আগে মরিনহো বলেছিলেন, চোটের বড় তালিকার জন্য মৌসুমটি শেষ করার অপেক্ষা করতে পারছেন না। এই বন্ধে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন হ্যারি কেন, মৌসা সিসোকো, স্টিভেন বার্গউইজন ও সন হিউং মিন। পুনরায় মৌসুম শুরু হলে তাদের নিয়ে শীর্ষ চারের মধ্যে লিগ শেষ করার ইচ্ছা টটেনহামের।

মরিনহো বলেন, ‘ইনজুরি থেকে তারা সুস্থ হয়ে উঠেছে। হ্যারি কেন ইনজুরিতে নেই, বার্গউইজন ইনজুরিতে নেই। কিন্তু আহত না হওয়াটা এক জিনিস, আর ফুটবল খেলার জন্য প্রস্তুত হওয়াটা অন্য জিনিস।

আমি জানি না, তারা জানে না, দলীয়ভাবে অনুশীলন করার জন্য আমাদের আনুষ্ঠানিক ও সঠিক অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। যদি তারা স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় ফিরে আসতে পারে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কপাল পুড়লো লিঁও’র

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কপাল পুড়লো লিঁও’র

চলে গেলেন ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী

চলে গেলেন ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী

ইতালি ফিরে কোয়ারেন্টিনে রোনালদো

ইতালি ফিরে কোয়ারেন্টিনে রোনালদো

ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমারদের ফরাসি লিগ

ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমারদের ফরাসি লিগ