প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময়ে ইতালিয়ান লিগ বন্ধ হয়ে যায়। আর ঐ সময়ে ইতালি ছেড়ে নিজ দেশ পর্তুগালে ফিরে যান জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। পরিবারের সাথে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন তিনি।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ইতালিয়ান সিরি শীর্ষ ফুটবল লিগের খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দিয়েছেন। ফলে সিরি’আ কর্তৃপক্ষ আগামী মাসের শেষে লিগ শুরুর চিন্তা-ভাবনা করায় আবারও ইতালিতে ফিরেছেন রোনালদো।
সিরি‘আর খেলোয়াড়রা ৪ মে থেকে এককভাবে ও ১৮ মে থেকে দলীয়ভাবে অনুশীলন করতে পারবে। ফলে দলের সাথে যোগ দিতে মাদেইরার নিজ বাড়িতে ফিরেছেন পর্তুগাল তারকা রোনালদো।
তবে করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী, কোন দেশ থেকে ইতালিতে গেলে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে রোনালদোকেও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।
প্রাণঘাতি করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজার ৫৯১ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ২৮২ জন। এছাড়া চিকিৎসা গ্রহণের পর ভালো হয়েছেন ৭১ হাজার ২৫২ জন। এ পরিস্থিতিতেও শর্ত সাপেক্ষে খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দিয়েছে দেশটির সরকার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]