ফুটবল নিয়ে ভুল চিন্তা করছে ইউরোপীয়রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ৩০ এপ্রিল ২০২০
ফুটবল নিয়ে ভুল চিন্তা করছে ইউরোপীয়রা

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। তবে মাঠে ফুটবল ফেরাতে পরিকল্পনা করছে ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু তাদের এ পরিকল্পনায় সায় দিচ্ছে না ফুটবলের প্রধান সংস্থা ফিফা।

সেপ্টেম্বরের আগে কোনভাবেই মাঠে ফুটবল খেলা হোক তা চান না ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হজ। যদি সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো হয়, তবে তা ভুল হবে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করেন তিনি।

স্কাই স্পোর্টসকে ডি’হজ বলেন, ‘কঠিন এক সময় যাচ্ছে। এখনো কোন দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্তু এর মধ্যে ফুটবল শুরুর পরিকল্পনা করছে ইউরোপের কয়েকটি দেশ। কিন্তু তারা ভুল চিন্তা করছে। সেপ্টেম্বরের আগে কোনভাবেই খেলা শুরু করা ঠিক হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে, পরবর্তীতে তা আরও খারাপ আকার ধারন করতে পারে।’

বিভিন্ন দেশের সকল ফুটবল ফেডারেশনকে ধৈর্য্য ধারনের পরামর্শ দিয়েছেন ডি’হজ। বলেন, ‘প্রতিযোগিতামূলক ফুটবল ফেরার মত পরিস্থিতি এখনো কোথাও তৈরি হয়নি। আরও সময় প্রয়োজন। সকলকে আরও ধৈর্য্য ধারণ করতে হবে। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। নয়তো খেলোয়াড় ও আয়োজকদের জন্য সমস্যা বাড়তে পারে।’

বিশ্বের এখন পর্যন্ত প্রাণঘাতি করোনাভাইরাসে ৩২ লাখ ২০ হাজার ৮৪৭ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ২৩৯ জন মারা গেছেন। এছাড়া প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

জুনে ফুটবল মৌসুম শুরুর পরিকল্পনা ইএফএলের

জুনে ফুটবল মৌসুম শুরুর পরিকল্পনা ইএফএলের

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান