বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ২৯ এপ্রিল ২০২০
বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে স্থগিত থাকা ২০১৯-২০ সালের ফুটবল মৌসুম বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে তাপিয়া বলেন, আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি যাতে আমরা আগামী বছর মহাদেশীয় প্রতিযোগিতার জন্য সেরা দল বাছাই করতে পারি।

আর্জেন্টিনা এফএ আরও জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এ মৌসুম ও আগামী মৌসুমে কোন রেলিগেশন হবে না। এ লিগে রেলিগেশন নির্ধারণ করা হয়, যা তিন বছরের মেয়াদে নেওয়া প্রতি খেলায় পয়েন্ট দ্বারা সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু এ মৌসুম ও পরবর্তী মৌসুম তা স্থগিত থাকবে।

দিয়াগো ম্যারাডোনার ক্লাব গিমনাসিয়া, শীর্ষ বিভাগেই থাকবে। মার্চের শুরুতে শেষ দিনে গিমনাসিয়াকে ১-০ গোলে হারানোয় লিগ চ্যাম্পিয়নশীপ জিতলো বোকা জুনিয়র্স।

মে মাসে ২৪ দলের খেলা কোপা সুপার লিগার প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লকডাউনের আগে শুধুমাত্র এ আসরটির একটি রাউন্ডের খেলা হয়েছিল।

গত ২০ মার্চ থেকে আর্জেন্টিনায় লকডাউন চলছে। এছাড়া ১০ মে পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে দেশটিতে। এ সময়ে কোন ধরনের ফুটবর খেলা মাঠে গড়াবে না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় আটকা পাকিস্তানের ১২ ক্রিকেটার

শ্রীলঙ্কায় আটকা পাকিস্তানের ১২ ক্রিকেটার

সফল অস্ত্রপাচারের পর বিশ্রামে কৌতিনহো

সফল অস্ত্রপাচারের পর বিশ্রামে কৌতিনহো

মেসির জার্সি ছাড়া অপূর্ণ স্টার্লিংয়ের সংগ্রহশালা

মেসির জার্সি ছাড়া অপূর্ণ স্টার্লিংয়ের সংগ্রহশালা

ফুটবল মৌসুম স্থগিত করলো তাজিকিস্তান

ফুটবল মৌসুম স্থগিত করলো তাজিকিস্তান