চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-রিয়াল ফেবারিট দল : লড্রুপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-রিয়াল ফেবারিট দল : লড্রুপ

সাবেক ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকেই চ্যাম্পিয়নস লিগের ফেবারিট দল হিসেবে বিবেচনা করছেন তারকা এ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল লড্রুপ।

শেষ ১৬’তে বেশ কঠিন পরীক্ষার মুখেই পড়তে যাচ্ছে লা লিগার জায়ান্ট ক্লাব দুটি। বার্সার প্রতিপক্ষ চেলসি আর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। গ্রুপ পর্বে পিএসজি ও ম্যানচেস্টার সিটির খেলা দেখে দারুন আকৃষ্ট হয়েছেন লড্রুপ। তারপরেও তিনি বিশাস করেন অভিজ্ঞতাই মাদ্রিদ ও বার্সাকে অন্য দলগুলোর থেকে এগিয়ে রাখবে।

কাতারের স্টার্স লীগের ক্লাব আল-রাইয়ানের কোচ লড্রুপ বলেছেন, ‘আমার অভিজ্ঞতা থেকে আমি সবসময়ই ঐ দুটি দলকেই এগিয়ে রাখবো যেখানে বেশীরভাগ মানুষের সমর্থন আছে। এর অর্থ হচ্ছে আমার দুই স্প্যানিশ ক্লাব, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এরপর আমার তালিকায় থাকবে ম্যান সিটি। সিটির এখন যা ফর্ম তাতে তারা সহজেই দুটি দল বানাতে পারে। আমি মনে করি বিশে^র খুব কম ক্লাবই আছে যারা নয়জন খেলোয়াড় পরিবর্তন করে মাঠে নামে। তাদের মূল একাদশ দেখে স্বস্তি না পেয়ে উপায় নাই।’

মাদ্রিদে যাবার আগে পাঁচ বছর বার্সায় কাটিয়েছেন ড্যানিশ তারকা লড্রুপ। ১৯৯২ সালে তিনি বার্সার হয়ে ইউরোপীয়ান কাপ জয় করেছেন। চ্যাম্পিয়নস লীগে ফিলিপ কুতিনহোকে না পেলেও লড্রুপ বিশ^াস করেন দলের সুপারস্টার লিওনেল মেসি পার্থক্য গড়ে দিবেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতারে বিশ্ব রেফারিদের সমাবেশ

কাতারে বিশ্ব রেফারিদের সমাবেশ

আবারও পুত্র সন্তানের বাবা হচ্ছেন মেসি

আবারও পুত্র সন্তানের বাবা হচ্ছেন মেসি

ডি মারিয়ার হ্যাটট্রিক, কোয়ার্টারে পিএসজি

ডি মারিয়ার হ্যাটট্রিক, কোয়ার্টারে পিএসজি

স্বাধীনতা কাপ ফুটবলে আরামবাগ-চট্টগ্রাম আবাহনী

স্বাধীনতা কাপ ফুটবলে আরামবাগ-চট্টগ্রাম আবাহনী