ইংল্যান্ড ও ম্যানচেষ্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের সংগ্রহে বিশ্বের সেরা-সেরা তারকাদের জার্সি রয়েছে। ডেভিড বেকহ্যাম থেকে নেইমার, সকলেরই জার্সি রয়েছে স্টার্লিংয়ের কাছে। কেবল একজনেরই জার্সি স্টার্লিংয়ের কাছে নেই। সেটি হলো, আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসির।
তাই যে কোন উপায়ে মেসির একটি জার্সি স্টার্লিংয়ের চাই-চাই। মেসির জার্সির জন্য উদগ্রীব হয়ে উঠেছেন স্টার্লিং। সম্প্রতি এভারটনের পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজের সাথে ইন্টারনেট গেমস, ই-প্রিমিয়ার লিগের একটি টুর্নামেন্টের ম্যাচ খেলেছেন স্ট্রার্লিং।
গেমস খেলার সময়, স্ট্রার্লিং বলেন, ‘আমার একটা জিনিস খুব বেশি দরকার। সেটি হচ্ছে, মেসির একটি জার্সি। মেসির জার্সি পেতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, এখনও আশায় আছি।’
তিনি আরও বলেন, ‘বার্সেলোনায় গিয়ে নেইমারের একটা জার্সি পেয়েছিলাম। কিন্তু মেসির জার্সি নিতে পারিনি। অবশ্য মেসি বিষয়টা জানেন না।’
জার্সি সংগ্রহে রেখে কি করবেন, সেটিও খোলাসা করেছেন স্ট্রার্লিং, ‘যখন আমি ফুটবল থেকে অবসর নেবো, তখন আমি আমার স্মৃতি নিয়ে রোমাঞ্চিত হবো। আমার রুম শিরোপা ও খেলোয়াড়দের জার্সিতে সাজিয়ে রাখবো।’
২০১৫ সালে ম্যান সিটিতে যোগ দেন স্ট্রার্লিং। এখন পর্যন্ত ম্যান সিটির হয়ে ১৫৫টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৫৯টি। আর ২০১২ সাল থেকে ইংল্যান্ডের হয়ে ৫৬টি ম্যাচ খেলে ১২টি গোল করেছেন ২৫ বছর বয়সী স্ট্রার্লিং।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]