করোনার কারণে সব দেশের ফুটবল লিগগুলো বন্ধ থাকলেও নিজেদের সিরি’আ লিগ চালু করতে মরিয়া হয়ে উঠেছিল ইতালি। অবশেষে মাঠে অনুশীলন করার অনুমতি পেল ইতালিয়ান ফুটবল লিগের ক্লাবগুলো। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে এ অনুমতি দিয়েছেন।
তিনি জানান, আগামী ১৮ মে থেকে অনুশীলনে ফিরতে পারবে সিরি’আর পেশাদার ফুটবল ক্লাবগুলো। কন্তে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের সকল নিয়ম-নির্দেশনা মানতে হবে।’
ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্প্যাডাফোরা বলেন, ‘আমরা সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করেছি। তারা আমাদের মাঠে ফেরার অনুমতি দিয়েছে। তবে খেলোয়াড়দের যাতে কোন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে না হয়, সেদিকে আমরা কঠোরভাবে খেয়াল রাখবো।’
১৮ মে থেকে দলগতভাবে অনুশীলনের অনুমতি মিললেও, ৪ মে থেকে এককভাবে খেলোয়াড়রা আলাদা-আলাদাভাবে অনুশীলন করতে পারবে বলে জানান স্প্যাডাফোরা, ‘১৮ মে থেকে দলগতভাবে অনুশীলন করার অনুমতি দিয়েছে সরকার। তবে ৪ মে থেকে খেলোয়াড়রা আলাদা-আলাদা সময়ে অনুশীলনে ফিরতে পারবে।’
৯ মার্চ থেকে সিরি’আ লিগ স্থগিত ঘোষণা করা হয়। আগামী জুনে পুনরায় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে সিরি’আ কর্তৃপক্ষ। তবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে লিগ চলবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই মাঠে প্রবেশের অনুমতি পাবে সমর্থকরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]