প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চ থেকে ইংল্যান্ডের সকল ফুটবলই স্থগিত রয়েছে। তবে পুনরায় আগামী জুনে রুদ্ধদ্বার স্টেডিয়ামে মৌসুম শুরুর পরিকল্পনা করছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ।
মৌসুম শুরুর পরিকল্পনা করার পাশাপাশি, সব ধরনের সতর্কতা অবলম্বন করা হবে বলে জানায় ইএফএল কর্তৃপক্ষ। তারা জানায়, ‘উপযুক্ত’ পরীক্ষা ছাড়া আবারও মৌসুম শুরু হতে পারে না। এ ধরনের পদক্ষেপগুলো সামনের সারির কর্মীদের হুমকির মুখে ফেলবে না।
ইএফএল জানায়, ‘ফুটবল প্রত্যাবর্তনের আগে অংশগ্রহণকারীদের জন্য উপযুক্ত পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা অবশ্যই থাকা উচিত এবং এটিই আমাদের বর্তমান পরিকল্পনার মূল বিষয়। পাশাপাশি এটিও নিশ্চিত করা হচ্ছে, সামনের সারির কর্মীদের যাতে কোন সমস্যা না হয়, লিগ ও ক্লাবের সদস্যদেরও।’
নিজেদের মৌসুম শুরু আগে খেলোয়াড় ও সকলদের কর্মীদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]