করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সাথে সাথে কোমায় চলে গেছেন ফরাসি ফুটবল লিগের দল মন্টেপিলার মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ফরাসি লিগে খেলা ফুটবলারদের মধ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাম্বিয়া। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা শেষে সাম্বিয়ার করোনাভাইরাস ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায়, তাকে আইসিইউতে পাঠানো হয়।
সাম্বিয়ার মুখপাত্র ফ্রেদেরিক গেরা ফরাসি সংবাদ মাধ্যমকে জানান, ‘তার অবস্থা অপরবির্তিত আছে।’ তবে কিভাবে সাম্বিয়া ভাইরাসের আক্রান্ত হয়েছেন, সেটিও জানান গেরা, ‘তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তবে সে কিছুদিন আগে বাসার বাইরে গিয়েছিল, দীর্ঘক্ষণ মার্কেটে শপিং করেন তিনি।
ধারনা করা হচ্ছে, সেখান থেকেই আক্রান্ত হয়েছেন। কারণ তিনদিন পরই সাম্বিয়া অসুস্থ হয়ে পড়েন।’ ২০১৮ সালে মন্টেপিলারে যোগ দেন সাম্বিয়া। দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী সাম্বিয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]