করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৫ এপ্রিল ২০২০
করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্বক্রীড়াঙ্গন। অন্যান্য খেলার মত বন্ধ আছে ফুটবলও। আর তাতে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ফুটবল খেলুড়ে দেশগুলো। তাদের এমন সঙ্কটকালে আর্থিক ক্ষতি সামলাতে বড় অঙ্কের অনুদান ঘোষণা করলো ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

২১১টি ফুটবল খেলুড়ে দেশের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকা। প্রত্যেক দেশ ন্যূনতম ৫ লাখ মার্কিন ডলার। এই অনুদান যাতে সঠিকভাবে ব্যবহৃত হয়, সেদিকেও নজরদারি থাকবে ফিফার।

ফিফার গত বছরের আর্থিক প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। তবে ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির তহবিলে পড়ে আছে ২৭৪ কোটি মার্কিন ডলার। আর অব্যবহৃত সেই অর্থের সদ্ব্যবহার করতেই এমন সিদ্ধান্ত ফিফার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, এই মহামারি পুরো ফুটবল সম্প্রদায়ের জন্যই নজিরবিহীন চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিফার দায়িত্ব এই সময়ে সবার পাশে দাঁড়ানো। যেসব দেশ বেশি আর্থিক সংকটে ভুগছে তাদের দিয়েই শুরু হবে এই অনুদান কার্যক্রম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হলো ডাচ লিগ

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হলো ডাচ লিগ

মাঠে গড়াতে পারে লা লিগা

মাঠে গড়াতে পারে লা লিগা

ইব্রার বিরুদ্ধে সতীর্থদের হত্যার হুমকির অভিযোগ

ইব্রার বিরুদ্ধে সতীর্থদের হত্যার হুমকির অভিযোগ

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন