ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বার্সেলোনার ‘ক্যাম্প ন্যু’। ৯৯ হাজার আসন সম্বলিত এ স্টেডিয়ামটি ১৯৫৭ সালে উদ্বোধন করা হয়। সেই থেকে এখন পর্যন্ত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়নি। তবে করোনার কারণে ঋণভারে জর্জরিত লা লিগা প্রথমবারের মতো স্টেডিয়ামের টাইটেল স্বত্ব বিক্রি করার ঘোষণা দিয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পুরো ১ বছরের জন্য স্টেডিয়ামটির টাইটেল স্বত্ব বিক্রি করা হবে। তবে টাইটেল স্বত্ব বেচে দেওয়া থেকে যে টাকা অর্জিত হবে তার পুরোটা ব্যয় করা হবে করোনা ক্ষতিগ্রস্তদের জন্য।
ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে ভয়াবহতা দেখেছে স্পেন। দেশটিতে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।
কাতালুনিয়া ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জার্দি কর্দোনাও করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ফিরে এসেই তিনি জানান, স্বত্ব বিক্রি করে পাওয়া অর্থ শুধু বার্সেলোনা নয়, বরং সমস্ত মানবতার উপকারে ব্যবহার করা হবে।
এর আগে ২০২৩-২৪ মৌসুমে ২৫ বছরের জন্য ৩০০ মিলিয়ন চুক্তিতে টাইটেল স্বত্ব বিক্রি করার পরিকল্পনা করেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেটি চূড়ান্ত করার আগেই এমন ঘোষণা আসলো। তবে এক বছরের জন্য কী পরিমাণ অর্থ পাবে সেটি তারা জানায়নি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]