প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে স্প্যানিশ ফুটবল লিগ। তবে ধীরে ধীরে স্পেনে করোনাভাইরাসের পরিস্থিতি উন্নতি হওয়ায় মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনা করছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্পেনের ক্রীড়া পরিষদের কাছে অনুমতিও চেয়েছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাতে রাজিও হয়েছে স্পেনের ক্রীড়া পরিষদ (সিএসডি)। তবে শর্ত জুড়ে দিয়েছে স্পেনের ক্রীড়া পরিষদ। সবধরনের প্রটোকল মেনে অনুশীলন করতে পারবে লা-লিগার দলগুলো।
সিএসডি এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি যাচাই করেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন স্বাস্থ্য পরিস্থিতি এটির অনুমতি দিলেই অনুশীলন করতে পারবে এবং কঠোর স্বাস্থ্য প্রটোকল অনুসরণ করতে হবে।
তবে অনুশীলন কবে নাগাদ শুরু করা যাবে -এমন কোন ধারণা দেয়নি সিএসডি। এছাড়া অনুশীলন শুরুর আগে সকল ক্লাবের খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করবে লা-লিগা।
প্রাণঘাতি করোনাভাইরাসে স্পেনে এখনন পর্যন্ত ২০ হাজার ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে। পুরো বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। এছাড়া সবার উপরে ইতালি এবং দ্বিতীয়স্থানে যুক্তরাষ্ট্র।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]