জনিকে আরও চার লাখ টাকা দিচ্ছে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২১ এপ্রিল ২০২০
জনিকে আরও চার লাখ টাকা দিচ্ছে ফিফা

বাংলাদেশ ফুটবলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি দ্বিতীয়বারের মতো ক্ষতিপূরণ পাচ্ছেন। ফিফা ক্লাব প্রোটেকশন স্কিমের অধীনে গত ফেব্রুয়ারির পর চিকিৎসার জন্য আবার ৪ লাখ টাকা পাচ্ছেন জনি।

জাতীয় দলে থাকার সময় কোনও ফুটবলার ফিফা আয়োজিত প্রতিযোগিতায় চোট পেলে তাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই নিয়ম অনুযায়ী নিজের চিকিৎসার জন্য এ ক্ষতিপূরণ পাচ্ছেন তিনি।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এ মিডফিল্ডার অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। চোটের কারণে খেলতে না পারলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষেও এ চোটের কারণে খেলতে পারেননি।

ফিফার পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম ধাপে প্রায় ৪ লাখ টাকা পেয়েছেন জনি। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সম পরিমাণ টাকা পাচ্ছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের কোনও ফুটবলারের এমন ক্ষতিপূরণ পাওয়ার ঘটনা এটিই প্রথম ঘটনা নয়। এর আগে ২০১৮ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আহত হয়ে মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদও ক্ষতিপূরণ পেয়েছিলেন। যদি সেটি পরিমাণে কম ছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল আয়োজনে হঠাৎ ক্ষ্যাপা ইতালিয়ান ফেডারেশন

ফুটবল আয়োজনে হঠাৎ ক্ষ্যাপা ইতালিয়ান ফেডারেশন

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ চার দল নিয়ে নতুন ভাবনা

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ চার দল নিয়ে নতুন ভাবনা

মাঠে ফিরতে ভয় পাচ্ছেন উইলিয়ান

মাঠে ফিরতে ভয় পাচ্ছেন উইলিয়ান