ফুটবল আয়োজনে হঠাৎ ক্ষ্যাপা ইতালিয়ান ফেডারেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ২০ এপ্রিল ২০২০
ফুটবল আয়োজনে হঠাৎ ক্ষ্যাপা ইতালিয়ান ফেডারেশন

প্রাণঘাতি করোনাভাইরাসে বন্ধ হয়ে যাওয়া ক্লাব ম্যাচগুলো চলতি বছরের মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়, যারা মৌসুম বাতিল করতে বলেছে, তারা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করে না।

এফআইজিসির সভাপতি গ্যাবরিলি গ্রাভিনা বলেছেন, লকডাউন শেষ হওয়ার পর খেলোয়াড়দের প্রস্তুত হতে তিন সপ্তাহ লাগবে। বর্তমানে ৪ মে থেকে নির্ধারিত তারিখ রয়েছে।

ইতালিয়ান রেডিওকে গ্রাভিনা বলেন, ‘মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে আমরা শুরু করতে পারি। যারা মৌসুম বাতিল করার বিষয়ে কথা বলেছেন, তারা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করেন না।’

তিনি আরও বলেন, ‘যারা ভাইরাস মুক্ত তাদের পর্যবেক্ষণের গ্যারান্টি থাকবে। তারা সকলে নেগেটিভ হলে, দূরত্ব বা সংক্রামণের কোন সমস্যা নেই। আমি আশা করছি, সকলেই নিজেদের স্টেডিয়ামে খেলতে সক্ষম হবে। যদি এটি সম্ভব না হয়, তবে আমরা অন্য সমাধান খুঁজবো।’

গ্রাভানি আত্মবিশ্বাস নিয়ে বলেন, আমাদের দেশের জন্য এখন খুবই কঠিন মুহূর্ত। অর্থনীতি ও ফুটবলের জন্যও। যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। তবে সঠিক পথটি খুঁজে পাব।

ইতালির সংবাদমাধ্যমের মতে, ব্রেসিয়া ও তোরিনো -এ দু’টি ক্লাব এবারের লিগ পুনরায় শুরুর করার বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছিল।

প্রাণঘাতি করোনাভাইরাসে ইতালিতে ইতোমধ্যে ২৩ হাজার মানুষ মারা গিয়েছে। এর মধ্যে ব্রেসিয়া শহরের অবস্থা সবচেয়ে বেশি ভয়ানক ছিল। দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯৭৮ জন। এ সংখ্যা এখনো বাড়ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ

তিন মাস পর শহরে ফিরে আবেগপ্রবণ উহান জাল

তিন মাস পর শহরে ফিরে আবেগপ্রবণ উহান জাল

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ চার দল নিয়ে নতুন ভাবনা

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ চার দল নিয়ে নতুন ভাবনা

মাঠে ফিরতে ভয় পাচ্ছেন উইলিয়ান

মাঠে ফিরতে ভয় পাচ্ছেন উইলিয়ান