চলতি মৌসুমের কোপা ডেল রে’র ফাইনাল ম্যাচটি এ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেভিয়া।
৬৮ হাজার ধারন ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি চলতি মৌসুমে এ্যাথলেটিকোর ঘরের মাঠ হিসেবে যাত্রা শুরু করেছে। কোপা ডেল রে’র ফাইনালের কারনে লা লিগায় বেটিসের বিপক্ষে ঐ সময় এ্যাথলেটিকোর নির্ধারিত হোম ম্যাচটি পিছিয়ে যাবে। ইতোমধ্যেই ভিয়ারেলের বিপক্ষে বার্সেলোনার হোম ম্যাচ ও সেভিয়া বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি পিছিয়ে আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।
রিয়াল মাদ্রিদ যেহেতু তাদের ৮১ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন সানটিয়াগো বার্নাব্যুতে ফাইনাল ম্যাচটি আয়োজনের জন্য কখনই রাজী হতো না, সে কারনে এ্যাথলেটিকোর মাঠটি ছাড়া স্প্যানিশ ফুটবল ফেডারেশনের হাতে কার্যত আর কোন বিকল্প ছিলনা। গত তিন মৌসুমেই কোপা ডেল রে’র শিরোপা গেছে বার্সেলোনার ঘরে। এই নিয়ে টানা পঞ্চমবারের মত তারা ফাইনালে খেলছে।
উল্লেখ্য আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লীগের ফাইনাল ম্যাচটিও ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে।