করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোন সংকেত নেই। অথচ দ্রুতই মাঠে খেলা শুরুর চিন্তা-ভাবনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আগামী মাসের শেষের দিকে লিগ শুরুর আভাসও দিয়ে রেখেছে তারা। এমন আভাসের পর ভয়ে শঙ্কিত হয়ে উঠেছেন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে সবুজ সংকেত না দিলে মাঠে নামতে ভয় পাচ্ছেন ৩১ বছর বয়সী উইলিয়ান।
তিনি বলেন, ‘ভাইরাসের সংক্রমণ আছে এমন একজনের সাথে আমি মাঠে খেললাম বা আমার কোন সতীর্থের ভাইরাস আছে, তার সাথে আমি মিশলাম, তাতে তার থেকে আমি সংক্রমিত হতে পারি। এরপর আমি অসুস্থ হয়ে পড়লাম, তখন বিষয়টা খারাপ দিকেই যাবে। আমার ভাবতেই ভয় লাগছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবুজ সংকেত না দিলে, কোনভাবেই ঝুঁকি নেয়া ঠিক হবে না বলে জানান উইলিয়ান, ‘এ অবস্থায় বা আগামী তিন-চার মাসে খেলা উচিত নয়। আমার মনে হয়, এই দুযোর্গ থেকে মুক্তি পেতে আমাদের সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরোপুরি সবুজ সংকেত না দিলে খেলা উচিতও নয়। এমনকি সবকিছু থেকেই নিজেকে বিরত রাখা উচিত।’
রুদ্ধদ্ধার স্টেডিয়ামে খেলা শুরুর পরিকল্পনাও করছে ইপিএল। এমন পরিকল্পনার পক্ষে নন উইলিয়ান। তিনি বলেন, ‘পরিকল্পনাটা খারাপ নয়। কিন্তু কর্তৃপক্ষকে ভালোভাবে বুঝতে হবে আসলে কী হতে পারে পরবর্তীতে। মাঠে দর্শক আসবে না।
যদি আসেও, আমরা তাদের কাছে যেতে পারি না। কিন্তু আমরা তো মাঠের ভেতর অন্যান্য খেলোয়াড়দের সাথে খেলবো। তাদের সংস্পর্শে যাবো। তখন এমনও হতে পারে, আমরাই আমাদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে দিব।’
২০১৩ সালে চেলসিতে যোগ দেন উইলিয়ান। ২২৬ ম্যাচে ৩৩টি গোল করেছেন তিনি। এছাড়া দেশের হয়ে ৭০ ম্যাচে ৯টি গোল রয়েছে তার।