ফাঁকা গ্যালারিতে পুতুল বসিয়ে ফুটবল ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০
ফাঁকা গ্যালারিতে পুতুল বসিয়ে ফুটবল ম্যাচ

করোনার কবলে পড়ে স্তব্ধ হয়ে আছে পুরো বিশ্ব। চীনের উহানে উৎপত্তি হলেও আপাতত করোনার 'হটস্পটে' পরিণত হয়েছে ইউরোপ। যেকারণে বন্ধ হয়ে আছে বিশ্বের সব ধরনের খেলাধুলা। তবে উল্টো পথে হাঁটছে ইউরোপের দেশ বেলারুশ। দর্শক আসনে দর্শকদের মুখের ছবি দেওয়া ম্যানিকুইন পুতুল বসিয়ে ফুটবল ম্যাচ আয়োজন করছে তারা।

গত সপ্তাহে আযোজন করা হয় ডায়নামো ব্রেস্ত ও মিনস্ক এফসি মধ্যকার ম্যাচ। যে ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিল কমপক্ষে হাজারখানেক দর্শক। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমালোচনার জেরে নড়েচড়ে বসে বেলারুশের ফুটবল ফেডারেশন।

তাতেও লিগের খেলা বন্ধ করছে না তারা । বরং স্টেডিয়ামকে দর্শকশূন্য রাখতে অভিনব পদ্ধতি অবলম্বন করেছে ইউরোপের এই দেশটি। দর্শক আসনে রাখা হয়েছে দর্শকদের মুখের ছবি দেওয়া ম্যানিকুইন পুতুল। কর্তৃপক্ষের দাবি, 'বাস্তবের অনুভূতি দিতেই এই প্রচেষ্টা।'

যদিও এরপরও মাঠে দর্শক হয়েছে বলে অভিযোগ। এমনকি ম্যাচ শেষে দর্শকদের আলিঙ্গন করতেও দেখা যায়। তবে হাজারের তুলনায় সংখ্যা ১০০ বলে জানা গেছে।

বেলারুশের ফুটবল কর্তাদের মতে, গ্যালারি ভর্তি দর্শক ফুটবলারদের খেলতে 'অনুপ্রেরণা' জোগায়। দর্শকদের স্টেডিয়ামে আসা নিয়ে প্রশাসনের যুক্তি, 'আমরা কিন্তু কাউকে জোর করছি না। আমরা শুধু লিগ বন্ধ করছি না।' যদিও ফুটবল ম্যাচের জন্য একইসঙ্গে খেলোয়াড়, স্টেডিয়াম স্টাফ এবং দর্শকদের একাংশকে এইভাবে ঝুঁকির মুখে কেন ঠেলে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, বেলারুশে এখনও পর্যন্ত ৪৭৭৯ জন করোনা আক্রান্ত। এর মধ্যে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আর কখনও বার্সেলোনার স্বর্ণযুগ আসবে না : ইনিয়েস্তা

আর কখনও বার্সেলোনার স্বর্ণযুগ আসবে না : ইনিয়েস্তা

শিগগিরই লা-লিগা শুরুর সম্ভাবনা দেখছেন না বুস্কেটস

শিগগিরই লা-লিগা শুরুর সম্ভাবনা দেখছেন না বুস্কেটস

রোনালদোদের মাঠে ফেরানোর পরিকল্পনায় ইতালি

রোনালদোদের মাঠে ফেরানোর পরিকল্পনায় ইতালি

করোনায় প্রাণ হারালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার

করোনায় প্রাণ হারালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার