প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের সকল খেলাধুলাই এখন বন্ধ। কবে নাগাদ শুরু হবে, সেটিরও কোন নিশ্চয়তা নেই। তেমনই খুব শিগগিরই স্প্যানিশ ফুটবল লিগ শুরুর কোন সম্ভাবনা দেখছেন না বার্সেলোনার অধিনায়ক সার্জিও বুস্কেটস।
মাদ্রিদের স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মিডফিল্ডার বুস্কেটস বলেন, ‘আমার মনে হয় না এখনই লিগ শুরু করা যাবে। খুব শীঘ্রই যে শুরু হবে, সেটিরও কোন সম্ভাবনা নেই। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে। এখন বা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরুর কোন সম্ভাবনা দেখছি না।’
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে লিগ শুরুর পক্ষে নন বুস্কেটস। তিনি বলেন, ‘এটি একটি প্রাণঘাতি ভাইরাস। এটি ছোঁয়াচে। কখন, কার, কিভাবে হবে তা কেউই বলতে পারে না। এই ভাইরাসটি পুরো বিশ্বকে ভাবাচ্ছে। তাই কোনভাবেই সবকিছু পুরোপুরি স্বাভাবিক না হলে, মাঠে খেলার পক্ষে আমি নই। প্রয়োজনে আমরা আরও সময় নিয়ে অপেক্ষা করতে পারি।’
তবে মাঠে খেলা ফেরানোর জন্য লা লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সবুজ সংকেত দিলেই আবারও লা-লিগা শুরু করবে কর্তৃপক্ষ। যদি তাই হয়, সবকিছু ঠিক-ঠাক হলে মাঠে খেলা গড়ালে বুস্কেটসও অনেক খুশী হবেন তিনিও।
তিনি বলেন, ‘লা-লিগা পুনরায় শুরু করাটা অসাধারণ একটি ব্যাপার হবে। আমিসহ আমরা ভালো সংবাদের জন্য অপেক্ষা করছি। কিন্তু এই মূর্হুতে লিগ শুরু করা উচিত হবে না। এই অবস্থায় করলে পরিস্থিতি খারাপ দিকে যাবে। কারণ খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় যেতে হবে। একসাথে অনুশীলন ও থাকতে হবে। এতে ভাইরাস খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।’
স্পেনে জরুরি অবস্থা জারি থাকায় নিজ বাসায় পরিবারের সাথে ভালো সময় পার করছেন বুস্কেটস। বাড়ির সামনেই ফুটবল নিয়ে কসরত করছেন বলে তিনি জানান , ‘আমি ভাগ্যবান, আমার একটি বাড়ি আছে। সামনে বড় বাগান আছে। বাগানের মধ্যে ফুটবল নিয়ে অনুশীলনও করতে পারি আমি। অনুশীলন শেষে পরিবারকেও ভালোভাবে সময় দিচ্ছি। পরিবারের সাথে সময়টা আমার দারুন কাটছে। তবে প্রার্থনা করছি, সবকিছু দ্রুত স্বাভাবিক হবে।’