রোনালদোদের মাঠে ফেরানোর পরিকল্পনায় ইতালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০
রোনালদোদের মাঠে ফেরানোর পরিকল্পনায় ইতালি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে বিশ্বের সকল খেলাধুলা। ইতালির অবস্থা ভয়াবহ হওয়ায় দ্রুতই বন্ধ করা হয়েছে সকল ফুটবল লিগ। তবে চলতি বছরের ৩১ মে থেকে দেশটির সরকার লিগ শুরু অনুমতি দিচ্ছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ মারা গেছে ইতালিতে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার মানুষ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ইতালির অর্থনৈতিক প্রতিমন্ত্রী আন্তোনিও মিসিয়ানি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেশকে ধীরে ধীরে সচল করা হবেও বলে মন্তব্য করেছেন মিসিয়ানি। বলেন, তিনটি ধাপে দেশকে সচল করা হবে। তবে এখনই কোন সিদ্ধান্ত নিতে পারিনি আমরা।

মিসিয়ানির এমন মন্তব্যের পর সে দেশের সংবাদমাধ্যমগুলো বলা হচ্ছে, তিনটি ধাপের মধ্যে দ্বিতীয় ধাপে সিরি’আ পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী চলতি বছরের ৩১ মে থেকে সিরি’আ চালু হতে পারে।

ইতালির শীর্ষস্থানীয় ফুটবল লিগের সাথে অন্যান্য ইভেন্টও চালু করা হবে। তবে সবগুলোই লিগই হবে রুদ্ধদার স্টেডিয়ামে।

অন্য একটি সূত্র বলছে, যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করার পক্ষে ইতালি সরকার। আর সিরি’আ কর্তৃপক্ষ চাচ্ছে, দ্রুতই এবারের মৌসুম শেষ করতে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দর্শকহীন মাঠেই খেলা শুরুর সিদ্ধান্ত নেবে সিরি’আ।

সর্বশেষ তথ্যানুযায়ী (১৭ এপ্রিল) ইতালিতে ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২২ হাজার ১৭০ জন। আর চিকিৎসা গ্রহণের পর ভালো হয়েছেন ৪০ হাজার ১৬৮ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় প্রাণ হারালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার

করোনায় প্রাণ হারালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার

মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ?

মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ?

করোনাকে হার মানালেন জুভেন্টাসের দুই ফুটবলার

করোনাকে হার মানালেন জুভেন্টাসের দুই ফুটবলার

নতুন রূপ পাচ্ছে বার্সেলোনা

নতুন রূপ পাচ্ছে বার্সেলোনা