করোনার কবলে পড়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ক্রীড়াজগতের বেশ কয়েকজন। এবার সে তালিকায় যুক্ত হলেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার নরমান হান্টার।
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয়েছিলেন হান্টার। এক সপ্তাহ না পেরোতেই করোনার কাছে হার মানলেন হান্টার। মৃত্যুকালে হান্টারের বয়স হয়েছিল ৭৬ বছর।
হান্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিডস ইউনাইটেড। তারা এক বিবৃতিতে জানায়, ‘হান্টারের মৃত্যু এক বিশাল শূন্যতা তৈরি করেছে ক্লাব ও তার পরিবারের মধ্যে’।
লিডস বিবৃতিতে আরও জানায়, ‘তার (হান্টার) অবদান কখনও ভোলার নয়। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও তার বন্ধুদের সহমর্মিতা জানাচ্ছি’।
পেশাদারি ক্যারিয়ারের প্রথম ১৪ বছরে লিডসের জার্সিতে ৭২৬ ম্যাচ খেলেছেন হান্টার। জিতেছেন দু’টি লিগ শিরোপা। ১৯৭৫ সালে ইংলিশ ক্লাবটির হয়ে ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে সে ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা বঞ্চিত হয় লিডস।
লিডসের স্বর্ণযুগের মূল সারথি হান্টার পরিচিত ছিলেন টাফ ট্যাকলিংয়ের জন্য। যার ফলে তার নাম হয়ে গিয়েছিল ‘বাইটস ইয়ার লেগস’। এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। সাবেক লিডস তারকা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে করেছেন ২ গোল।