স্থগিতাদেশ আরও বাড়ালো এএফসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০২০
স্থগিতাদেশ আরও বাড়ালো এএফসি

প্রাণঘাতি করোনাভাইরাসের থমকে গেছে পুরো বিশ্ব। থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। ক্রিকেট-ফুটবল-টেনিসসহবাতিল হয়েছে অলিম্পিকও। এবার স্থগিত হওয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) স্থগিতাদেশ আরও বাড়ানো হলো।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে জুন পর্যন্ত সকল ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে এএফসি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে সংস্থাটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তে কথা জানিয়েছে।

এএফসি জানায়, করোনাভাইরাসের কারণে চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত থাকবে।

এর আগে প্রাণঘাতী এ ভাইরাসের কারণে মার্চ ও এপ্রিলের সকল ম্যাচ স্থগিত করেছিল এএফসি। তবে বৈশিক এ মহামারি ক্রমেই বাড়তে থাকায় সকলের নিরাপত্তা ব্যবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত (১৫ এপ্রিল) প্রাণঘাতি এ ভাইরাসে ২০ লাখ ৪ হাজার ৯৮৯ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৮৩০ জন এবং চিকিৎসা গ্রহণের ফলে ভালো হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৩৬২ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেট বাচাঁতে ভারতের সাহায্য প্রয়োজন নেই : মানি

পাকিস্তানের ক্রিকেট বাচাঁতে ভারতের সাহায্য প্রয়োজন নেই : মানি

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

খাবার ছাড়াও জীবাণুমুক্ত স্যানিটারি দিচ্ছে আর্সেনাল

খাবার ছাড়াও জীবাণুমুক্ত স্যানিটারি দিচ্ছে আর্সেনাল