ছয় বছর হলো বার্সেলোনার হয়ে খেলছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচ। কিন্তু চলতি মৌসুমে দলে অনিয়মিত তিনি। আর তাতেই ক্লাবের প্রতি বিরক্ত হয়ে উঠেছেন রাকিটিচ।
স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী রাকিটিচ বলেন, ‘আমি পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু আমি এতটা ফেলনা নই যে, আমার সঙ্গে যা খুশি করা যাবে। ছয় বছর ধরে এখানে আছি। গত বছরটা ছিল সেরা।
এরপর আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে আমি খুবই বিরক্ত। আমি খুব অবাক। ক্লাবের আচরণ বুঝতে পারছিলাম না। খুব বেশি খেলতে না পেরে কষ্ট পেয়েছি।’
বার্সেলোনার সাথে ভালোভাবে চুক্তিটা শেষ করতে চান ৩২ বছর বয়সী রাকিটিচ। হয়তো চুক্তি শেষে অন্য কোথায় পাড়ি দিবেন তিনি। তেমনই ইঙ্গিত রাকিটিচের কন্ঠে, ‘মৌসুমের প্রথমার্ধটা আমার কাছে ছিল অদ্ভুত। আমার জন্য অস্বস্তিকর ও অবাক করার মতো। এখন আশা করছি, চুক্তির শেষ বছরটা ভালোভাবে পার করতে পারব।’
বার্সেলোনার হয়ে ছয় বছরে ১৯০ ম্যাচে ২৪টি গোল করেছেন এই মিডফিল্ডার।