খাবার ছাড়াও জীবাণুমুক্ত স্যানিটারি দিচ্ছে আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২০
খাবার ছাড়াও জীবাণুমুক্ত স্যানিটারি দিচ্ছে আর্সেনাল

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে বিশ্বের নিম্ন শ্রেণির মানুষরা। তাদের সহায়তায় এগিয়ে আসছে সকলেই। সেই তালিকায় যোগ হল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব আর্সেনাল।

৩০ হাজার অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করবে আর্সেনাল। এছাড়া আর্থিক সহায়তা ও জীবাণুমুক্ত থাকার জন্য প্রয়োজনীয় স্যানিটারি দ্রব্যাদিও বিতরণ করবে তারা।

নর্থ লন্ডনে ক্লাবটি স্থানীয় সংগঠনগুলোতে ১ লাখ পাউন্ড এবং কোভিড-১৯ মোকাবিলার জন্য গঠিত ফান্ডে ৫০ হাজার পাউন্ড অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ‘এইচআইএস চার্চের সাথে ১৫ টন খাবার, অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র আইসলিংটনে পাঠানোর কাজ শুরু করেছে আর্সেনাল। জাতীয় স্বাস্থ্যসেবার কর্মীদের সাথে কাজ করার জন্য আর্সেনালের কমিউনিটি স্টাফরা স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছে। তারা অসহায়দের জন্য নিজেদের সেরাটা দিচ্ছে।’

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৭ লাখ ৯৫ হাজার ৬৯৩ জন আক্রান্ত হয়েছে আর মারা গিয়েছে ১ লাখ ১০ হাজার ৫ জন। অপরদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৪ লাখ ১১ হাজার ৮৭১ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা

প্রধানমন্ত্রীর কাছে আইসিইউ চাইলেন মাশরাফি

প্রধানমন্ত্রীর কাছে আইসিইউ চাইলেন মাশরাফি

সৈয়দ রাসেলের কাঁধে ত্রাণের বস্তা

সৈয়দ রাসেলের কাঁধে ত্রাণের বস্তা

ক্ষমা চাইলেন রুবেল

ক্ষমা চাইলেন রুবেল