করোনা লড়াইয়ে ১৯৮২ বিশ্বকাপ খেলা ব্রাজিল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১২ এপ্রিল ২০২০
করোনা লড়াইয়ে ১৯৮২ বিশ্বকাপ খেলা ব্রাজিল দল

করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। অসহায়ত্ব ঘিরে ধরেছে বিশ্বের সকল মানুষকে। বাদ পড়েনি ফুটবলের দেশখ্যাত ব্রাজিল। তাদের দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জনবসতিপূর্ণ এলাকাতে।

নিজ দেশের অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে একত্রে কাজ করার উদ্যোগ নিয়েছেন ১৯৮২ সালে বিশ্বকাপ খেলা ব্রাজিল দলের সদস্যরা। ওই দলের অধিনায়ক সক্রেটিস আগেই মারা গেছেন। ফলে এমন মহান উদ্যোগে দায়িত্ব নিয়েছেন মিডফিল্ডার পাওলো রবার্তো ফ্যালকাও।

ব্রাজিলের সাধারণ মানুষদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ফ্যালকাও বলেছেন, ‘১৯৮২ সালের ব্রাজিল দল যেমন একটি দল হিসেবে খেলেছে, ঠিক তেমনি সৃজনশীল দল হিসেবে দেশের যেকোন প্রয়োজনে একত্রে কাজ করবে। এবারও আমরা সবাই খারাপ সময় পার করছি। তাই আমরা দেশের অসহায় মানুষদের সহায়তা সিদ্ধান্ত নিয়েছি।’

ব্রাজিল এ দলটির সাথে আরও বেশ কিছু খেলোয়াড় মানবতার সেবায় এগিয়ে এসেছেন। এক সপ্তাহের মধ্যেই পাঁচ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ১৯ সদস্যের দলটি।

ব্রাজিলে এখন পর্যন্ত (১২ এপ্রিল) ২০ হাজার ৯৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৪১ জন। আর চিকিৎসা গ্রহণে ভালো হয়েছেন মাত্র ১৭৩ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

লিগ শুরু হলেও ফুটবলারদের দিতে হবে করোনা পরীক্ষা

লিগ শুরু হলেও ফুটবলারদের দিতে হবে করোনা পরীক্ষা

ফিফা র‌্যাংকিংয়েও করোনার প্রভাব

ফিফা র‌্যাংকিংয়েও করোনার প্রভাব

কারফিউ ভেঙে বারে প্রিজোভিচ, তিন মাসের সাজা

কারফিউ ভেঙে বারে প্রিজোভিচ, তিন মাসের সাজা

ম্যাচ পাতানোর দায়ে চার ফুটবলার বহিষ্কার

ম্যাচ পাতানোর দায়ে চার ফুটবলার বহিষ্কার